কলকাতা: আরজিকরের নির্যাতিতার ধর্ষণ খুনের ঘটনার একবছর পার। সেই ঘটনার প্রতিবাদে ফের উত্তাল রাজপথ। এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা। সেই মিছিলে যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বচসার পর রুট বদল করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগিয়ে নিয়ে যান বিরোধী দলনেতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্কস্ট্রিটে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। যার জেরে রাস্তাতেই অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, তিনি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে প্রতিবাদে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকেই নবান্নের উদ্দেশে মিছিল শুরু করার কথা। শনিবার বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং-সহ অন্যান্য নেতারা। যদিও রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ।
আরও পড়ুন : উত্তাল পরিস্থিতি, কড়া পুলিশি নিরাপত্তা নবান্ন চত্বরে
পুলিশ জানিয়েছে, একে তো নবান্ন অভিযানের জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। তার পরেও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, কড়া পদক্ষেপ করা হবে। প্রতিবাদ কর্মসূচির জন্য দু’টি বিকল্প জায়গাও চিহ্নিত করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ করা যেতে পারে। যদিও সেখানেও শুভেন্দুদের আটকে দেওয়া হয়।
দেখুন খবর: