কলকাতা: নিজের স্টাইল ও ব্যক্তিগত জীবনের বিতর্কের জন্য লাইমলাইটে থাকেন পুনম পাণ্ডে। অন্তর্বাস ছাড়াই কালো পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)।
মডেল-অভিনেত্রী পুনম অবশ্য প্রায়ই চমক রেখে চলেন। শরীরী আবেদনে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন উষ্ণতা। তাঁকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। এবার অভিনেত্রীকে দেখা গেল ডিপ কাট কালো ওয়ান পিস ড্রেসে। অন্তর্বাসহীন বক্ষযুগল উন্মুক্ত। সঙ্গে বেজ রঙের ওভার কোট। চুল পিছনে বাঁধা। ঠোঁটে গাঢ় লিপস্টিক। হাতে কালো পার্স। সেই বেশেই রেড কার্পেট হাঁটলেন পুনম। অভিনেত্রীর বোল্ড লুকে কুপকাত নেটিজেনরা। একটি অ্যাওয়ার্ড শো তে কালো ট্রান্সপারেন্ট গ্রাউনে হাজির হয়েছিলেন পুনম। স্বচ্ছ পোশাক থেকে স্পষ্ট অর্ন্তবাস। চুল মাথার পিছনে বাঁধা। চোখে গাঢ় কাজল। অভিনেত্রীর শরীরী হিল্লোলে মেতে ওঠেছেন অনুরাগীরা।
আরও পড়ুন: আলিয়ার ইনস্টা পোস্টে ভালোবাসা-ফ্যাশন-ফিটনেস
View this post on Instagram
অন্য খবর দেখুন