ওয়েব ডেস্ক: প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা এস কৃষ্ণমূর্তি (S. Krishnamoorthy)। দর্শকমহলে তিনি জনপ্রিয় ‘মদন বব’ (Madan Bob) নামে। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার (Tamil actor, comedian, music composer, and television personality S. Krishnamoorthy passed away in Chennai last night).
আরও পড়ুন: খুশিতে চাঁদ ছুঁয়ে ফেলেছেন ‘কাভেরী আম্মা’, শাহরুখের সাফল্যে কী বললেন অভিনেত্রী?
Tamil actor, comedian, music composer, and television personality S. Krishnamoorthy, professionally known as Madan Bob, passed away in Chennai last night.
(Pic: Madan Bob/Instagram) pic.twitter.com/2g5xfKTXg0
— ANI (@ANI) August 3, 2025
সত্তরের দশকে সঙ্গীতশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। পরবর্তীতে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন এবং ১৯৮০-এর দশক থেকে তামিল সিনেমায় একের পর এক জনপ্রিয় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। সিনেমার পাশাপাশি তিনি বিভিন্ন টেলিভিশন শোতেও অংশ নেন। বিশেষভাবে Asatha Povathu Yaaru? শো-তে বিচারক হিসেবে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, তিনি একজন দক্ষ গিটারবাদক ও সঙ্গীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। দূরদর্শন চেন্নাই-তে তিনিই প্রথম গিটারিস্ট হিসেবে পারফর্ম করেন। এছাড়া বক্সিং ও অন্যান্য শিল্পকলাতেও ছিল তাঁর দখল। তাঁর মৃত্যুতে তামিল চলচ্চিত্র ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা, অনুরাগীরা ও শিল্পী মহল তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন
দেখুন আরও খবর: