নয়াদিল্লি: যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রোজ্জ্বল রেভান্নাকে (Prajwal Revanna) কেন্দ্র করে বেঙ্গালুরুতে (Bengaluru) টানটান উত্তেজনা।
বৃহস্পতিবারই দেশে ফিরছেন প্রজ্জ্বল। এমন খবর ছড়িয়েছে। ফিরলেই তাঁকে গ্রেফতার করার তোড়জোড়। অন্যদিকে বেঙ্গালুরু আদালতে আগাম জামিনের আবেদন প্রজ্জ্বলের। সেই সূত্রে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (SIT) উদ্দেশ্যে নোটিশ জারি আদালতের। ৩১ মে আবেদনের শুনানি।
আরও পড়ুন: বারুইপুরে চুরির অপবাদে ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ
অন্তত তিনটি যৌন কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত সংসদ সদস্য এবং সাসপেন্ড হওয়া জনতা দল সেকুলার নেতা প্রোজ্জ্বল গ্রেফতারি এড়িয়ে ছিলেন। সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে অন্তত ২৯০০ যৌন কেলেঙ্কারির ভিডিও ছবি ছড়িয়ে পড়ে। লোকসভা ভোটের মধ্যে যে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। তারই মধ্যে বিদেশে চলে যান প্রোজ্বল। তা নিয়েও হইচই শুরু হয়।
আরও খবর দেখুন