কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল (Entrance Result) প্রকাশিত হবে আগামী ৯ অগাষ্ট। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (State Joint Entrance Board)।
গত কয়েকদিন ধরে ফল প্রকাশের দাবিতে প্রেসিডেন্সিতে বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই ওই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার কারণে এতদিন ফল প্রকাশ করতে পারেনি বোর্ড। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার কারণে ফল প্রকাশে বিলম্ব ঘটেছিল। আদালতের নির্দেশ অনুযায়ী সমস্যার নিষ্পত্তি হওয়ায়, অবশেষে ফলপ্রকাশের প্রস্তুতি শুরু করেছে বোর্ড।
আরও পড়ুন: দুর্গাপুজোয় বাণিজ্য ছাড়াবে ১ লক্ষ কোটি
WBJEEB জানিয়েছে, পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (wbjeeb.nic.in) গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ফল দেখতে পারবেন। ফলাফলের সঙ্গে র্যাঙ্ক কার্ডও প্রকাশ করা হবে, যেখানে প্রাপ্ত নম্বর ও পরীক্ষায় অর্জিত র্যাঙ্ক উল্লেখ থাকবে।
ফলপ্রকাশের পরপরই অনলাইনে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এতে আবেদনপত্র জমা দেওয়া, বিষয় ও কোর্স পছন্দ নির্বাচন, আসন বরাদ্দ এবং ভর্তি নিশ্চয়তা দেওয়ার ধাপ থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদদের মতে, ফলপ্রকাশে বিলম্বের কারণে শিক্ষাবর্ষ শুরু ও একাডেমিক ক্যালেন্ডারে প্রভাব পড়তে পারে। তাঁরা দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন।
দেখুন আরও খবর: