নয়া দিল্লি: ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day)। প্রথামতো লালকেল্লায় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর হাতে। ২০১৪ থেকে শুরু করে এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবারের স্বাধীনতা দিবসের থিম (Independence Day Theme) নতুন ভারত। সেই সঙ্গে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য উদযাপনেও শামিল দেশবাসী। স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে সাফ হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের (Pakistan) উদ্দেশে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী কড়া বার্তা দিলেন। মোদির ঘোষণা, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনওভাবেই সহ্য করব না।”
অপারেশন সিঁদুরের পর সিন্ধু চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্ত বদলাবে না। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্য, “সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনওভাবেই মানব না। আমার দেশের ভূমির উপর দিয়ে বইবে, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের অন্নদাতাদের। বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে, সেই শর্ত আমরা মানব না। কৃষকদের হিতের জন্য, দেশের হিতের জন্য এই সমঝোতা কোনওভাবেই মানা হবে না।”
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi hoists the national flag at the Red Fort. #IndependenceDay
(Video Source: DD) pic.twitter.com/UnthwfL72O
— ANI (@ANI) August 15, 2025
আরও পড়ুন: ‘সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই’, অপারেশন সিঁদুর ইতিহাসে ঠাঁই পাবে, বললেন রাষ্ট্রপতি
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিরা এই নাশকতা ঘটিয়েছে, একের পর এক এই প্রমাণের জেরে পাল্টা জবাব দিতে শুরু করে ভারতও। সেই সময় বাতিল করে দেওয়া হয় সিন্ধু জলচুক্তিও। ১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি সই করে ভারত ও পাকিস্তান। ১৯৬০ সালের চুক্তি মতে শতদ্রু, বিপাশা, রবি নদীর জল ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার অধিকাংশ জলের ভাগ পেয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। তবে ওই নদীগুলিতে শর্তসাপেক্ষে বাঁধ তৈরি করতে পারে ভারত।
দেখুন খবর: