নয়াদিল্লি: ওয়েনাড় থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়াতে দেখা গেছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi)। তাঁর মধ্যে অন্যতম ইস্যু হল মণিপুর (Manipur) ও মোদি-আদানি ভাই ভাই স্লোগান। এবার প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে প্রিয়াঙ্কা সোমবার সংসদে আসেন ‘প্যালেস্তাইন’ (Palestinian) লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে।
ইজরাইল-প্যালেস্তাইন যুদ্ধে আবহে বরাবরই প্রিয়াঙ্কাকে ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দিতে দেখা গেছে। সোমবার প্রিয়াঙ্কার কাঁধে ছিল ফিলিস্তিনের সংহতির প্রতীক তরমুজ দেওয়া একটি ব্যাগ।
এদিকে প্রিয়াঙ্কার এই ব্যাগ নিয়ে বিজেপি নেতা সম্বিত পাত্র কংগ্রেসের দিকে তীব্র কটাক্ষ করে বলেন, গান্ধী পরিবার সবসময়ই তুষ্টির থলি বহন করে আসছে। নির্বাচনে তাঁদের এই পরাজয়ের পিছনেও আছে তুষ্টির ব্যাগ। তিনি মোদি এবং প্রিয়াঙ্কা গান্ধীর তুলনা করে একটি কোলাজ পোস্ট করে এক্স হ্যান্ডেলে একটি কোলাজ করে ছবির তলায় লেখেন “ম্যায় আপকা হুন” ক্যাপশন এবং প্রিয়াঙ্কাকে “ওহ উনকে হ্যায়” ক্যাপশন।
কেরলের ওয়েনাড় থেকে বিপুল ভোটে জয় পাওয়ার পরে নয়াদিল্লির প্যালেস্তাইন দূতাবাস থেকে গত সপ্তাহে প্রিয়াঙ্কা শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, ২০০ কিমি বেগে ল্যান্ডফল! কবে, কোথায়?
গত জুন মাসে সুর চড়িয়ে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, গাজায় গণহত্যা, বর্বরোচিত কর্মকাণ্ড চালাচ্ছে ইজরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রিয়াঙ্কা বলেন, গাজায় গণহত্যা চালানো হচ্ছে। দেশের সাধারণ মানুষ, মা, বাবা, ডাক্তার, নার্স, সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, প্রবীণ নাগরিকের জীবন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। হাজার হাজার নিষ্পাপ শিশুর জীবন শেষ হয়ে গেছে।
এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, সেই সমস্ত ইজরায়েলি নাগরিক সহ যারা ঘৃণা ও সহিংসতায় বিশ্বাস করে না, এবং বিশ্বের প্রতিটি সরকারের উচিত ইজরায়েলি সরকারের গণহত্যামূলক কর্মকাণ্ডের নিন্দা করা এবং তাঁদের থামতে বাধ্য করা। এটি একটি চিন্তাশীল ব্যক্তির নৈতিক দায়িত্ব’। সভ্যতা এবং নৈতিকতার দাবিদার এমন একটি বিশ্বে তাদের কাজগুলি অগ্রহণযোগ্য।
দেখুন অন্য খবর: