পুণে: পুণেতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! তিনজনকে পিষে দিল ডাম্পার। যার মধ্যে রয়েছে দুই শিশু! ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল দুই শিশু – সহ এক ব্যক্তির।
ঘটনাটি ঘটে রবিবার রাত ১২.৩০ নাগাদ। পুণের ওয়াঘলি এলাকায় ঘটে ভয়াবহ এই ঘটনা। ফুটপাতে দুই বাচ্চাকে নিয়ে এক ব্যক্তি ঘুমোচ্ছিলেন। হঠাৎই রাস্তা থেকে ফুটপাথে উঠে পরে একটি ডাম্পার। পিষে দেয় ওই তিন জনকে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনায় জখম একাধিক। তাদের সাসু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় মৃত তিনজনের মধ্যে দুজন ছিল শিশু। তাদের নাম বৈভবী পাওয়ার বয়স ১ , এবং বৈভব পাওয়ার ২, সাথে মৃত্যু হয় বিশাল পাওয়ারেরও যার বয়স ২২।
আরও পড়ুন: অর্থাভাবে বন্ধ হতে চলেছে দুটি মেলা!
ঘটনার খবর পাওয়ার পর তড়িঘড়ি সেখানে উপস্থিত হন পুলিশ। পুলিশের তরফে জানানও হয়েছে গ্রেফতার করা হয়েছে ডাম্পার চালককে। তাকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করা হয় বলে জানা যায়।