ওয়েবডেস্ক- ভুল বশত সীমান্ত (India Pakistan Border) পার করার মাশুল দিতে হলে এক কৃষককে (Fammer)। এই অপরাধে পঞ্জাবের (Punjab) ফিরোজপুরের (Ferozepur) ওই কৃষককে পাকিস্তানের কারাগারে (Pakistani Jail) বন্দী করা হয়েছে। পরিবারের তরফে ভারত সরকারে (India Government) কাছে সাহায্যের আবেদন।
গ্রীষ্মকালে, ফিরোজপুর, ফাজিলকা, অমৃতসর, গুরুদাসপুর, তারন তারান এবং পাঠানকোটের মতো সীমান্তবর্তী জেলাগুলির কৃষকদের বেড়া এবং প্রকৃত আন্তর্জাতিক সীমান্তের মধ্যে তাদের জমিতে কাজ করার অনুমতি দেওয়া হয়। এই এলাকাটি সাধারণত জিরো লাইন (zero line) নামে পরিচিতি। সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এটি বিসএফের তত্ত্ববধানে থাকে।
অপারেশন সিঁদুর আবহে নদিয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Punam Kumar Shaw) এই কাজের দায়িত্বে ছিলেন। কিন্তু ভুল বশত তিনি সীমানা পার করে পাকিস্তান সীমানায় ঢুকে পড়ে। এর পর বিস্তর টানাপোড়েনের পর পূর্ণম কুমার সিংকে ঘরে ফেরানো সম্ভব হয়।
এদিকে পঞ্জাবের ওই কৃষকও ভুল করে সীমানা পার করেছে বলেই খবর। তবে পাকিস্তানের (Pakistani Court) এক আদালত তাঁকে একমাসের জেলের সাজা শুনিয়েছে। ওই কৃষকের বাবা ছেলের মুক্তির জন্য কেন্দ্র ও পঞ্জাব সরকারের (Punjab governments) কাছে আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন- বিপদসীমার উপরে বইছে যমুনা! ভয়াবহ প্লাবনের আশঙ্কা দিল্লিতে
ওই কৃষকের নাম অমৃতপাল, তিনি বিবাহিত ও ছোট মেয়ে আছে তার। ভারত-পাকিস্তান সীমান্তের বেড়ার মাঝখানে অবস্থিত প্রায় ৮.৫ একর কৃষিজমির মালিক তিনি। ২১ জুন, তিনি বর্ডার আউটপোস্ট (বিওপি) (Border Outpost) রানার কাছে তার ক্ষেত পরিচর্যা করতে যান, যে এলাকাটি সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) দ্বারা নজরদারি চালানো হয়। কিন্তু ওই গেট বন্ধ করে দেওয়া হয় বিকেল ৫ টায়।
কিন্তু ওই সময়ের মধ্যে অমৃতপাল ফিরে আসতে ব্যর্থ হন। বিএসএফ কর্মীরা পরে তার পায়ের ছাপ পাকিস্তানি দিকে যেতে দেখেন। গেটের বাইরে রাখা ছিল একটি মোটর সাইকেল। অমৃতপালের অপেক্ষায় দীর্ঘক্ষণ গেট খোলা রেখেছিলেন বিএসএফ, কিন্তু অমৃতলাল ফিরে আসেননি।
২৭ জুন, পাকিস্তানি রেঞ্জার্স বিএসএফকে জানায় যে অমৃতপাল তাদের স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে। অমৃতপালের বাবা জুগরাজ জানান, পাকিস্তানের একজন আইনজীবী আদালতের আদেশের একটি অনুলিপি শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে অমৃতপালকে ১৯৪৬ সালের পাকিস্তানের বিদেশি আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে। আদালত তাঁকে একমাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। যদি সে জরিমানা দিতে না পারে তাহলে তাঁকে আরও ১৫ দিন জেল খাটতে হবে।
দেখুন আরও খবর-