নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পর ফের একজোট ইন্ডিয়া জোটের শরিকরা। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে একজোট বিরোধীরা। বিরোধীদের কমিশন অভিযান ঘিরে তুলকালাম হয়েছিল রাজধানীর বুকে। মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। SIR-এর প্রতিবাদে স্লোগান, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে এককাট্টা হয়ে প্রতিবাদ জানান বিরোধীরা (Oppositions Parliament Protest)। ‘124 Not Out’ লেখা টি-শার্ট পরে প্রতিবাদ জানান একাধিক সাংসদ। অন্যদিকে বাংলার অপমান মানছি না, মানব না’, বলে স্লোগান তোলেন ছিলেন দোলা সেন, মালা রায়, মহুয়া মৈত্র, জুন মালিয়া, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এই বিক্ষোভ কর্মসূতিটে অংশ নেনে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। দোলা সেন, মালা রায়দের পাশে দাঁড়িয়ে স্লোগান তুললেন, ‘জাতীয় সঙ্গীতের অপমান দেশদ্রোহিতার সমান।’
মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে মকরদ্বারের সামনে এসআইআর বিরোধীতায় স্লোগান দেন বিরোধী সাংসদরা। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের সাংসদেরা। স্লোগান উঠেছে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। বিক্ষোভ অবস্থান থেকে এসআইআর প্রত্যাহারের দাবিও উঠেছে এ দিন। বিক্ষোভে শামিল হয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। দেখা গিয়েছে তৃণমূল, এনসিপি এবং ডিএমকে-র সাংসদদেরও। এ দিন প্রিয়ঙ্কা-সহ বেশ কিছু সাংসদকে ‘মিনতা দেবী’-র ছবি দেওয়া টি-শার্ট পরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে। বিহারের ভোটার তালিকায় মিনতা দেবী নামে এক মহিলার নাম ওঠা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, ভোটার তালিকায় মিনতা দেবীর বয়স দেখা গিয়েছে ১২৪ বছর। প্রথমবার তালিকায় তাঁর নাম উঠেছে বলে অভিযোগ কংগ্রেসের। এই নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগে ওই মহিলার ছবি দেওয়া টিশার্ট পরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। পিছনে লেখা ‘১২৪ নট আউট’।
আরও পড়ুন: OBC বিজ্ঞপ্তি মামলার অন্তর্বর্তী আবেদনের শুনানি কবে? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, “আমরা সংবিধানকে রক্ষা করছি। এক ব্যক্তি এক ভোট সংবিধানের ভিত্তি। এক ব্যক্তি এক ভোট নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু ওরা ওদের কর্তব্য পালন করেনি। আমরা সংবিধানকে রক্ষা করছি এবং আমরা এটা করে যাব।” এদিন দিল্লি যাওয়ার সময় এসআইআর নিয়ে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,মাত্র এক বছর আগে লোকসভা ভোটের সময়ে এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে। তখন ভোটার তালিকা ঠিক ছিল। আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল? এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে লোকসভা নির্বাচন হয়েছিল। এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তা হলে ওনারা সবার প্রথমে পদত্যাগ করুক। এই তালিকার ভিত্তিতেই বিজেপি মাস ছয়েক আগে দু–চারটি রাজ্যে ক্ষমতায় এসেছে। ওখানে পদত্যাগ করানো হোক। আমরাও পদত্যাগ করব। লোকসভা ভেঙে দিক।
অন্য খবর দেখুন