কলকাতা: ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Railways)। পুজোর মরশুমে যাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। আসা-যাওয়ার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড় (20% Off During Puja Season)। এই অফার শুধুমাত্র উৎসবের মরসুমের জন্যই। তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে রেল। সেগুলো মানলেই মিলবে বড় অঙ্কের ছাড়!
ভ্রমণ প্রিয় বাঙালি। মূলত, পুজোর ছুটিতে মাঝেমধ্যেই ব্যাগপত্তর নিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশে। অনেকেরই ভরসা ট্রেন। যদিও অনেকেই বিমানকে বেছে নেন যাতায়াতের মাধ্য, হিসেবে। এবার সেই যাত্রীদের টানতে পুজো স্পেশাল অফার এনেছে ভারতীয় রেল। যে কোনও গন্তব্যের যাওয়া ও আসার টিকিট কাটলেই মিলবে ছাড়। অফারটি প্রযোজ্য মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে। তবে রয়েছে কিছু শর্তও। কী সেই গুলি? জানুন সবিস্তারে…।
আরও পড়ুন: ৫ লক্ষ থেকে মাত্র ৫ হাজার! উত্তরকাশীতে অনুদান প্রত্যাখান সর্বহারাদের
পুজো মরশুমে রেলের বিশেষ স্কিমে ১৩–২৬ অক্টোবরের মধ্যে গন্তব্যে যাত্রা ও ১৭ নভেম্বর–১ ডিসেম্বরের মধ্যে ফেরার জন্য একই ক্লাসের রিটার্ন টিকিট একসঙ্গে কাটলে ২০% ছাড় মিলবে। টিকিট কেবল এক মাধ্যমেই (অফলাইন বা অনলাইন) কিনতে হবে এবং কনফার্ম হলে তবেই ছাড় পাওয়া যাবে। ক্যানসেল করলে কোনও রিফান্ড মিলবে না।
দেখুন আরও খবর: