কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা (Depression in Bay of Bengal)। যার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Rain Forecast in West Bengal)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Weather Update)।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও থাকছে। সেই সঙ্গে কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: শনির প্রকোপে কার ভাগ্যে সুখ আর কার জীবনে ঝড়?
চাষের জন্য এই বৃষ্টি ভালো হলেও, যাতায়াত ও দৈনন্দিন জীবনে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই বৃষ্টির ধারা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।
দেখুন আরও খবর: