কলকাতা: কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সপ্তাহভর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা (Kolkata Rain Forecast)। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টি, এমনকী অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে কোনও জেলায় ভারী বৃষ্টির তেমন আশঙ্কা নেই (Weather Update Today)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী এক সপ্তাহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভবনা। হালকা থেকে মাঝারি মাত্রার এই বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: অভয়ার সঠিক বিচারের দাবিতে জেলায় জেলায় রাত দখল কর্মসূচি
হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে ১৪ আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।
অপরদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ১২ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ক্রমাগত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ ও তার সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই বৃষ্টির প্রধান কারণ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং দুপুর-সন্ধ্যায় বজ্রপাত ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
হাওয়া অফিস থেকে নাগরিকদের সতর্ক করা হয়েছে, বিশেষত বজ্রপাতের সময় খোলা জায়গা ও গাছের নিচে না দাঁড়াতে, এবং কৃষিজমি বা জলাশয়ের কাছাকাছি কাজ এড়িয়ে চলতে। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য নদী ও পাহাড়ি এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর: