ওয়েব ডেস্ক : গাজার জন্য গলা ফাটানো দেশপ্রেম নয়। নিজের দেশের বিষয় নিয়ে সোচ্চার হোন। এমনই মন্তব্য করে প্যালেস্টাইন (Palestine) ইস্যুতে সিপিএমের (CPM) আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। গাজা নিয়ে আজাদ ময়দানে প্রতিবাদ সভা করার অনুমতি চেয়ে করা সেই আবেদনকে অগ্রহণযোগ্য বলে জানিয়ে দেওয়া হয় আদালতের তরফে।
সিপিএমের (CPM) করা আবেদনের শুনানিতে বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি গৌতম অঙ্খড় স্পষ্টভাবে বলেন, “এদেশে বহু সমস্যা রয়েছে, যার মুখোমুখি হওয়া দরকার। বলতে বাধ্য হচ্ছি, আপনারা অদূরদর্শী। আপনারা শুধু গাজা (Gaza) এবং প্যালেস্টাইনের (Palestine) দিকে তাকিয়ে আছেন। এদেশের জন্য কিছু করুন বা ভাবুন। দেশপ্রেমিক হন। গাজা বা প্যালেস্টাইনের জন্য বলাটা দেশপ্রেম নয়। নিজের দেশের জন্য সোচ্চার হোন। জনসাধারণকে শিক্ষা দেওয়ার অনুশীলন করুন। ”
আরও খবর : বিহারে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে হট্টগোল লোকসভায়!
আদালতের তরফে প্রশ্ন তুলে বলা হয়, “এই দেশে এত সমস্যা রয়েছে। বন্যা, নিকাশি ব্যবস্থা, বেআইনি পার্কিং, স্বাস্থ্য, শিক্ষা—এসব নিয়ে কি আপনাদের কোনও আন্দোলন নেই? জনসাধারণের শিক্ষা, সচেতনতা নিয়ে কোনও পদক্ষেপ করছেন না কেন?” আদালতের তরফে আরও প্রশ্ন তুলে বলা হয়, এমন একটা পরিস্থিতি কেন তৈরি করতে চাইছেন, যাতে এদেশকে কোন একটা পক্ষ নিতে বাধ্য করা যায়? এর ফলে দেশের বিদেশ নীতির উপর প্রভাব পড়তে পারে বলেও জানানো হয়েছে। দেশের বিদেশনীতি ও কূটনৈতিক ভারসাম্য বিঘ্নিত করার চেষ্টা ঠিক নয় বলেও জানিয়েছে আদালত।
প্রসঙ্গত, অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশনের তরফে মুম্বইয়ের আজাদ ময়দানে সভা করার অনুমতির আবেদন ১৭ জুন খারিজ করেছিল মুম্বই পুলিশ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যায় সিপিএম (CPM)। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। তবে আদালতের মতে, এই আবেদন আইনত গ্রহণযোগ্য নয়।
দেখুন অন্য খবর :