Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, কোথায় গেলেন?

ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, কোথায় গেলেন?

কলকাতা: শুটিংয়ের চাপ, কাজের ব্যস্ততা সবকিছু সামলে একটু সময় পেলেই এই রাজ-শুভশ্রী (Raj-Subhashree vacation) চলে যান নতুন জায়গায় ঘুরতে। কখনও দু’জনে কখনও আবার চারজনে একসঙ্গে সময় পেলেই তাঁদের ভ্যাকেশন মুড অন। পায়ের তলায় সরষে লাগানো তারকা জুটির। কটু অবসর পেতেই তারকা দম্পতি বেড়িয়ে পড়লেন ভ্যাকেশনে। তারই কিছু ছবি-ঝলক শেয়ার করেছেন রাজ (Raj Chakraborty)।

টলিপাড়ায় পাওয়ার কাপল নামেই পরিচিত রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দুই সন্তানের মা-বাবা হওয়া সত্ত্বেও তাঁদের ভালোবাসায় কোনও ভাঁটা পড়েনি। সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’। আগামী আগস্টে মুক্তি পাবে তাঁর আরও এক বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। কাজের চাপের মধ্যেও সময় বার করে রাজের হাত ধরে ঘুরতে বেরিয়ে পড়লেন শুভশ্রী। মরিশাসে রোম্যান্টিক সময় কাটাচ্ছেন দুজনে। তারই কিছু ছবি-ঝলক শেয়ার করেছেন রাজ। এবার অবশ্য একাই ঘুরতে গিয়েছেন রাজ ও শুভশ্রী। ইউভান ও ইয়ালিনি বাড়িতেই রয়েছেন।

আরও পড়ুন:প্রজাপতি ২ –এ কী থাকছেন মিঠুন চক্রবর্তী?

রাজের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, কালো রঙের অফ শোল্ডার মনোকিনি পরেছিলেন শুভশ্রী, সঙ্গে প্রিন্টেড স্কার্ফ বাঁধা কোমরে, চোখে সানগ্লাস ও টুপি। রাজ পরেছেন সাদা রঙের টি-শার্ট ও বিস্কুট রঙের প্যান্ট। শুভশ্রীর হাতে হাত রেখে হেঁটে চলেছেন রাজ। এই ছবি শেয়ার করে রাজ ক্যাপশনে লেখেন, ‘চল ঘুড়ি হয়ে যাই, চিঠি দিয়ে নৌকা বানাই।’ রাজের এই ক্যাপশনে কমেন্টে লাল রঙের হৃদয়ের ইমোজি দেন শুভশ্রী। দম্পতির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নীল জল, সুন্দর করে সাজানো সি-রিসর্ট, অনেককিছুই উঠে এসেছে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

 অন্য খবর দেখুন

Read More

Latest News