কলকাতা: পুজোর গেমচেঞ্জার ‘রক্তবীজ ২’। আবারও অপরাধীর খোঁজে ফিরছেন পঙ্কজ-সংযুক্তা। রথের দিন থেকে শুরু হয়েছে এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’ (Raktabeej 2)-এর বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে আসা। অপেক্ষার অবসান হল অবশেষে। রথ যাত্রার দিন থেকেই অল্প অল্প করে ছবির কিছু কিছু লুক প্রকাশ্যে আনছিলেন শিবপ্রসাদ এবং নন্দিতা। এবার প্রকাশ্যে এল ছবির অ্যানাউন্সমেন্ট টিজার (Raktabeej 2 Announcement Teaser Out)। যা দেখে রীতিমতো পারদ চড়ছে এই ছবির অপেক্ষায় থাকা দর্শকের।
‘রক্তবীজ ২’ ছবির এর বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে। ছবির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে আসার পর এবার প্রকাশ্যে এল ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। বুধ সকালে এক্কেবারে দর্শককে বড়সড় চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ‘রক্তবীজ ২’ এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক। টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মুনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশি। অন্যদিকে এক গমগমে কন্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, “মুনিরকে মারতে পারবি না। তোরা এক মুনিরকে মারছিস। আরও হাজার মুনির আসবে।” সঙ্গে টানটান উত্তেজনায় ভরপুর টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। দুঁদে পুলিশ অফিসার পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) খোঁজ চালাচ্ছেন মুনির আলমের। এখান থেকে আন্দাজ করা যাচ্ছে কিছুটা যে, এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত হতে পারে ছবির গল্প। মুনিরকে খুঁজতে ময়দানে নেমেছেন পঙ্কজ সিংহ এবং এসপি সংযুক্তা।
আরও পড়ুন: নীল বিকিনিতে মিমি, ছবি দেখলে চমকে যাবেন?
টিজার শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে নুসরত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায়কে। নীল বিকিনিতে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে মিমিকেও (Mimi Chakraborty)। বহু অপেক্ষার পর আবার অনিমেষ চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে অভিনয় করতে দেখে বেজায় খুশি দর্শকরা। এই টিজারে বিশেষভাবে নজর কেড়েছেন স্বনামধন্য অভিনেত্রীর সীমা বিশ্বাস। সীমা বিশ্বাসকে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি হয়তো শেখ হাসিনার চরিত্রের অভিনয় করতে পারেন।
অন্য খবর দেখুন