কলকাতা: এবার অগাস্টেই ‘পুজোর বাম্পার’! রাজ্যজুড়ে অগ্রীম বুকিংয়ে মেগাবাজেট বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাপিয়ে গিয়েছে বাংলা সিনেমা। ১৪ আগস্ট ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ধূমকেতু। তা নিয়ে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। আর সেই ছবি দেখতে গিয়ে যদি পুজোর রিলিজের অগ্রীম ঝলক দেখার সুযোগ মিলবে দর্শকদের। এখানেই নতুন সারপ্রাইজ টলিপাড়ার পরিচালকদ্বয় নন্দিতা-শিবপ্রসাদের। আর ১৪ আগস্ট সমস্ত ডলবি অ্যাটমস থিয়েটারে ‘রক্তবীজ ২’ (Raktabeej 2)-এর রোমাঞ্চকর ঝলক মুক্তি পাচ্ছে।
‘ধূমকেতু’ হোক কিংবা হৃতিক-কিয়ারার ‘ওয়ার ২’ বা রজনীকান্তের ‘কুলি’, সব সিনেমার সঙ্গেই ‘রক্তবীজ ২’-এর ঝলক দেখতে পাবেন দর্শকরা। প্রযোজনা সংস্থার দাবি, এই প্রথম কোনও বাংলা সিনেমার টিজার এভাবে দেখানো হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে একদিকে যখন ‘ধূমকেতু’র সুবাদে পর্দায় দেশপ্রেমের গাথা বুনবেন দেব, তখন পলিটিক্যাল থ্রিলার ‘রক্তবীজ ২’-এর হাত ধরে প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতির ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় দুই পুলিশ অফিসার ‘সংযুক্তা’ মিমি ও ‘পঙ্কজ’ আবিরকে নিয়ে উসকে দেবেন দেশপ্রেম। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহের পর্দায় ‘ধূমকেতু’, ‘রক্তবীজ ২’ হবে মিলেমিশে একাকার।
আরও পড়ুন: এবার বড়পর্দায় অক্ষয়-আরশাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই!
অন্য খবর দেখুন