বিচ্ছেদ জল্পনা উড়িয়ে দীপিকাকে খোলা চিঠি রণবীরের। বৃহস্পতিবার তাঁদের বিয়ের বয়স হল ছয়। বরাবরের মতো বিশেষ দিনেও সংবাদের শিরোনামে রণবীর-দীপিকা (Ranveer-Deepika) । মাঝে বিচ্ছেদের জল্পনা রটলেও, এই মুহূর্তে রটনা উড়িয়ে কোল আলো করে সন্তান এসেছে তাঁদের কোলে। নাম দুয়া। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কোলে নিয়ে আবেগ ঘন পোস্ট রণবীর সিংহের।
আরও পড়ুন: তেল আভিবে ইজরায়েলি সেনা সদরদপ্তরে ড্রোন হামলা
দীপিকার সঙ্গে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করে অভিনেতা লিখছেন, “প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালবাসি।” একগুচ্ছ ছবি ছাড়াও দীপিকার একটি ভিডিও সঙ্গে সঙ্গে ভাগ করেছেন অভিনেতা।
ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণ খুলে হাসছেন দীপিকা। নেপথ্যে চলছে সোনু নিগমের ‘হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে…’ গানটি। বলা বাহুল্য দীপিকাকে সবসময় হাসিমুখেই দেখতে চান রণবীর। অভিনেতার শেয়ার করা ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা।
দেখুন আরও খবর: