ওয়েব ডেস্ক : এক তরণীকে ধর্ষণ ও খুন ইরানে (Iran)। সেই ঘটনায় গত মার্চ মাসেই দোষী সাব্যস্ত হয়েছিল যুবক। এই অপরাধের ঘটনায় অভিযুক্ত ওই যুবককে প্রকাশ্যে ফাঁসির সাজা দিল ইরান প্রশাসন। শনিবার ওই যুবকের মৃত্যুদণ্ড ইরান প্রশাসন কার্যকর করে বলে খবর।
ঘটনাটি ঘটেছিল কয়েকমাস মাস আগে। ইরানের (Iran) উত্তর-পশ্চিমাঞ্চলের বুকান এলাকায় ওই যুবকের বিরুদ্ধে এক তরণীকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। যা নিয়ে দেশের নানা প্রান্তে প্রতিবাদ দেখাতে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। জনরোষও দেখা গিয়েছিল। সেই ঘটনায় অভিযুক্ত ওই যুবককে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছিল ইরানের নিম্ন আদালত। নির্যাতিতার পরিবারও আদালতের কাছে একই দাবি করেছিলেন।
আরও খবর : ভারতের পরমাণু হামলা চালাতে চেয়েছিল পাকিস্তান? কী বললেন শাহবাজ
তবে নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে ইরানের (Iran) উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল অভিযুক্তের পরিবার। এর পরে এই সাজার উপর প্রথমে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই স্থগিতাদেশ তুলে ফের ফাঁসির সাজা দেওয়া হয়। সেই মতো শনিবার ওই যুবককে প্রকাশ্যে ফাঁসি দেয় ইরান প্রশাসন।
উল্লেখ্য, প্রকাশ্যে ফাঁসি দেওয়া সাজা নতুন নয় ইরানে (Iran)। ধর্ষণ ও খুনের ক্ষেত্রে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তাদের সংবিধানে। এর আগে শুধুমাত্র ২০২৪ সালেই ৯৭৫ জনকে ফাঁসির সাজা দিয়েছে ইরান। তার মধ্যে ৩১ মহিলা ছিলেন বলেও খবর।
দেখুন অন্য খবর :