ওয়েব ডেস্ক: বর্ষার মরসুমে (Monsoon Season) বৃষ্টির জলে খুদেদের পা ভেজাতে মজা লাগলেও, সমস্যায় পড়েন মায়েরা। পোকামাকড়ের (Insects) হাত থেকে খাবার-দাবার সুরক্ষিত রাখতে হিমশিম খেতে হয় গৃহকর্তীদের। এই সময় বাড়ে পোকামাকড়ের (Insects) আক্রমণ। ঘরের কোনে বা হেঁশেলে লুকিয়ে থাকে দস্যুরা। এদের জ্বালায় উধাও হয় হেঁশেলের অনেক উপকরণ। মাঝে মধ্যে এই সর্বভুকদের নজরে আসে চালের ডিব্বাও। চালের ড্রাম (Rice Drum) উল্টে চাল নষ্ট করে এরা। বর্ষাকাল তো ক্যালেন্ডার থেকে মুছতে পারবেন না। কিন্তু কিছু সহজ উপায়ে পোকামাকড়ের উপদ্রব (Insects Infestation) কমাতে পারবেন। আসুন এক নজরে জেনে নেওয়া যাক।
১. বৃষ্টির দিনে চালের ড্রামে কয়েকটা তেজপাতা বা লবঙ্গ (Bay leaf or cloves) রেখে দিতে পারেন। আবার দুটো একসঙ্গেই রাখতে পারেন। লবঙ্গের জোরালে গন্ধে পালাবে পোকামাকড়ের দল।
আরও পড়ুন: নিরামিষের দিনে পনির খেতে ভালবাসেন? এই ২টি ভিন্ন স্বাদের রেসিপিতে জমে যাবে ডিনার
২. চালের ড্রামে কয়েকটা নিমপাতাও (Neem Leaves) ফেলে রাখতে পারেন। একটা ছোট্ট পরিস্কার কাপড়ের মধ্যে কয়েকটা নিমপাতা বেঁধে চালের ড্রামে রেখে দিতে পারেন। নিমের তিতকুটে স্বাদ পিঁপড়ে, পোকাদের দূরে রাখবে।
৩. চালের ডিবেতে কয়েকটা শুকনো লঙ্কাও (Dry Chillies) ছড়িয়ে দিতে পারে। লাল শুকনো লঙ্কার চোখে জল আনা ঝাঁজে পোকামাকড়ের বাড়বাড়ন্ত কমতে। বর্ষায় চাল নষ্ট হওয়ার চিন্তা থাকবে না।
দেখুন অন্য খবর