ওয়েব ডেস্ক : ‘অপারেশ সিদুঁর’ (Operation Sindoor)-এর সময় ভারতের অস্ত্র ‘S-400 সুদর্শন চক্র’ পাকিস্তানের (Pakistan) পাঁচটি বিমানকে ধ্বংস করেছিল। শনিবার এমনটাই দাবি করলেন ভারতের বায়ুসেনা প্রধান এপি সিং (AP Singh)। এই অস্ত্রের কারণে পাকিস্তান দুরপাল্লার গ্লাইড বোমা ব্যবহার করতে পারেনি বলেও দাবি করেছেন তিনি।
বায়ুসেনা প্রধান বলেছেন, “আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করেছে। সম্প্রতি আমরা যে S-400 সিস্টেম কিনেছি, তা গেম-চেঞ্জার হয়ে উঠেছে। এই সিস্টেমের রেঞ্জ পাকিস্তানের বিমানগুলিকে দূরে রেখেছিল। পাকিস্তানের (Pakistan) কাছে থাকা দূরপাল্লার গ্লাইড বোমা ব্যবহার করতে পারেনি। কারণ তারা ভারতের S-400-কে ভেদ করতে সক্ষম হয়নি।”
আরও খবর : ভয়াবহ রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডে! উল্টে গেল ১০টি ওয়াগন
আগেই জানা গিয়েছিল, ভারতের UAS গ্রিড ও এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের হামলা ব্যর্থ করেছে। অন্যদিকে S-400 সিস্টেম পাকিস্তানের ড্রোন ও মিসাইলগুলিকে ধ্বংস করেছিল। অমৃতসরে-সহ ড্রোন ও মিসাইলগুলির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। মূলত, পহেলগাম হামলার পর পাকিস্তানে ‘অপারেশন সিদুঁর’ (Operation Sindoor) চালিয়েছিল ভারত। ধ্বংস করা হয়েছিল পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গিঘাঁটি। পাকিস্তানের বেশ কিছু সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছিল। এর পাল্টা ভারতের উপর আক্রমণের চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। তবে ভারতীয় অস্ত্রের কাছে তা ব্যর্থ হয়। এর পর একপ্রকার চাপে পরেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
S-400 হল রাশিয়ার (Russia) সুরক্ষামূলক সিস্টেম। ভারতে এই অস্ত্রের নাম রাখা হয়েছে সুদর্শন চক্র। ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা যেকোনও ক্ষেপনাস্ত্র চিহ্নিত করতে সক্ষম এই অস্ত্র। আর ৪০০ কিলোমিটার দূর থেকে যোকোনও ক্ষেপনাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই অস্ত্র। আপাতত, ভারতের পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, রাজস্থান ও গুজরাটে মোতায়েন করা রয়েছে এই অস্ত্র।
দেখুন অন্য খবর :