কলকাতা: পুজোর রেশ কাটতে না কাটতেই ফের তৎপর ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallicks) বাড়িতে তল্লাশির অভিযানে ইডি কর্তারা। রেশন দুর্নীতি (Ration Distribution Case) মামলায় জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা টানা ৯ ঘণ্টা ধরে চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। তার মধ্যেই মিষ্টি হাতে বিজয়ার শুভেচ্ছা জানাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাজির বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এদিন তাঁরা মন্ত্রীর বাড়িতে ঢুকতে বাধা পান সব্যসাচী। ঢুকতে বাধা পেয়ে বাইরে থেকেই ফিরতে হয় তাঁকে।
সব্যসাচীর বক্তব্য, বিজয়া করতে এসেছিল, কাল দিদির বাড়িতে গিয়েছিলাম। আজকে বালুদার বাড়িতে এসেছি। জানতাম না তল্লাশি চলছে। না জেনেই বিজয়ার শুভেচ্ছা জানাতে এসে পড়েছেন। এখানে এসে তিনি জানতে পারেন যে ইডির তল্লাশি চলছে। তার বাড়িতে লক্ষ্মীপুজোও আছে সেই লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ জানাতে এসছেন জ্যোতিপ্রিয়র বাড়িতে। তিনি বলেন, চেষ্টা করছি যদি ছুকতে দেয়। না দিলে যাব না। আইন আইনের মতোই চলবে।
আরও পডুন: পুজোর ৬ দিন রেকর্ড আয় কলকাতা মেট্রোর
এদিন সব্যসাচীর সঙ্গে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিংহ রায় এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন পোদ্দারও যান জ্যোতিপ্রিয়ের বাড়িতে। যদিও এদিন তাঁদেরও মন্ত্রীর বাড়িতে ঢুকতে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় দুই কাউন্সিলরের। বৃহস্পতিবার সকাল থেকে জ্যোতিপ্রিয় এবং তাঁর আপ্ত সহায়কের বাড়িতে টানা তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়ের। সেই সূত্র থেকে এদিন সকাল থেকে দুপুর পেরিয়ে গেলেও জ্যোতিপ্রিয়ের সল্টলেকের দুটি বাড়ি ও আমহার্স্ট স্ট্রিট্র পৈতৃক বাড়িতে ইডির তল্লাশি অভিযান অব্যাহত। সব মিলিয়ে মোটআট জায়গায় একযোগে তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও অন্য খবর দেখুন