ওয়েব ডেস্ক: সবকিছু পরিকল্পনা মাফিক চললে ২০২৬ সালে দীপাবলির সময় (Diwali) বড়পর্দায় মুক্তি পাবে রামায়ন(Ramayana)। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)। আধ্যাত্মিক ধাঁচের ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। ছবিতে রামের ভূমিকায় আবির্ভাব হবেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। ইতিমধ্যেই রাম রূপে তাঁর বেশভূষা বেশ মনে ধরেছে দর্শকদের। তবে রণবীর নয়। প্রথমে রামের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ভাইজান (Salman Khan)।
এই গল্প জানতে হলে পৌঁছে যেতে হবে ১৯৯০ সালে। রামের চরিত্রে অভিনয়ের সুযোগ প্রথমে হাতে এসেছিল সলমন খানের (Salman Khan)। পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁর ভাই সোহেল খান (Sohail Khan)। সীতার ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ছবিতে পূজা ভাটকেও (Puja Bhatt) দেখার সুযোগ মিলত। এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। তাঁর মাঝেই একে অপরের প্রেমে পড়েছিলেন পূজা ও সোহেল। তবে পরিচালকের বাবার এই সম্পর্কে অমত থাকায় সম্পর্ক থেকে বেরিয়ে আসেন পরিচালক। আর ব্যক্তিগত এই কারণের দরুনই নাকি ছবির কাজ থেমে গিয়েছিল। রামায়ন ছবির অর্ধেক শুটিং শেষ করে ছবির প্রচারও করতে দেখা গিয়েছিল ভাইজানকে। তবে পূজা ও সোহেলের ব্যাক্তিগত সম্পর্কই শেষমেষ ছবির সম্পূর্ণ কাজে বাঁধা হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: বড় হয়ে আর্টিস্ট হবে খুদে? পিয়ার পোস্ট দেখেই…
প্রসঙ্গত, ২০২৬ সালে দীপাবলির সময়ে মুক্তি পেতে পারে রামায়ন (Ramayana)। এই ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি অভিনয় করবেন সাই পল্লবী (Sai Pallavi), যশ(Yash), সানি দেওল(Sunny Deol)। এই ছবি মূলত দুটি পর্বে বিভক্ত থাকবে। প্রথম পর্বটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। অপর পর্বটি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। প্রথম পর্ব রামের ছোটবেলার দিন ঘিরে আবর্তিত হবে এবং শেষ হবে সীতার অপহরণকে কেন্দ্র করে। দুটি পর্ব মিলিয়ে এই ছবির মোট বাজেট ৪০০০ কোটি টাকা। যা নিঃসন্দেহে ভারতের ইতিহাসে বিরাট বাজেটের ছবি।
দেখুন অন্য খবর