ওয়েব ডেস্ক: নেই বিশেষ কোনও আড়ম্বর, ছিমছাম বিয়ে… দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। পাত্র ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমোরু। শোনা যাচ্ছে , এক্কেবারে ব্যক্তিগত পরিসরে চারহাত এক হয়েছে অভিনেত্রী সামান্থা ও তাঁর নতুন সঙ্গীর।

এর আগে দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন সামান্থা। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তারপর থেকেই সদ্গুরু প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনে যাতায়াত বাড়ে অভিনেত্রীর। এবার নতুন সঙ্গীর সঙ্গে সাত পাক ঘুরলেন দক্ষিণী হার্টথ্রব অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও। চার হাত এক হল সামান্থা-রাজ নিদিমোরু-এর (Samantha Ruth Prabhu Wedding Raj Nidimoru)। এক্কেবারে ব্যক্তিগত পরিসরে চারহাত এক হয়েছে অভিনেত্রী ও তাঁর নতুন সঙ্গীর।

শোনা যাচ্ছে, সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান’ -এর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার সকালেই চারহাত এক হয়েছে রাজ এবং সামান্থার। বিয়ে হয়েছে লিঙ্গ ভৈরবী মন্দিরে। মন্দিরের নিয়ম-অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় (Raj Nidimoru Samantha wedding)। ইশা যোগা সেন্টারের ভেতরে খুব সকালে। একেবারে ঘনিষ্ঠ বৃত্তে, ব্যক্তিগত অনুষ্ঠানে কোনওরকম আড়ম্বর ছাড়াই বিয়ে সেরেছেন পরিচালক এবং অভিনেত্রী জুটি। তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাই নাকি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। যদিও, তাঁরা দুজনেই এখনও তাঁদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

আরও পড়ুন:প্রাইম টাইম শো পেতে গেলে দু’কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এ রাজ নিদিমোরু ছিলেন নির্মাতাদের একজন, আর সেই সিরিজেই অভিনয় করেছেন সামান্থা। এছাড়া ‘সিটাডেল: হানি মনি’ প্রজেক্টেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের শুরু থেকেই সামান্থা (Samntha) ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজকে নিয়ে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি তাঁদের কেউই। তারই মধ্যে সামনে এল তাঁদের বিয়ের খবর।
View this post on Instagram
অন্য খবর দেখুন







