ওয়েব ডেস্ক: ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস (Sambalpur Shalimar Train Derailed )। বৃহস্পতিবার সকালে সম্বলপুরগামী মহিমা গোসাইন এক্সপ্রেস (Mahima Gosain Express Derailed ) বা সম্বলপুর-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সকাল ৯.১৫ নাগাদ সম্বলপুর স্টেশনে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সম্বলপুরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্তারা এবং উদ্ধারকারী দল। রেল আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
এক যাত্রীর দাবি, হঠাৎই একটা ঝাঁকুনির পর ট্রেনটি থেমে যায়। ভেবে সিগন্যাল না পাওয়ার কারণে বোধহয় ট্রেন থেমেছে। কিন্তু পরে জানা যায়, ট্রেনের একটি অসংরক্ষিত কামরার চাকা লাইনচ্যুত হয়েছে। রেল সূত্রে খবর,বৃহস্পতিবার ট্রেনটি সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর সিটি স্টেশন ছাড়ে। তার চার মিনিট পরই, ৯টা ২২ মিনিট নাগাদ লাইনচ্যুত হওয়ার খবর আসে। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। সকলেই সুরক্ষিত আছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকাজ শুরু করে। আপাতত বিঘ্নিত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা। রেলওয়ে কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আপাতত বিঘ্নিত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা।
#WATCH | Odisha | Sambalpur-Shalimar-Sambalpur Mahima Gosain Express train derails at Sambalpur. Police and Railway officials are present at the spot.
Further details awaited. pic.twitter.com/JJRqWWhbcb
— ANI (@ANI) July 24, 2025
আরও পড়ুন: ৫৬ লক্ষ নাম বাদ পড়তে পারে বিহারের ভোটার তালিকা থেকে!
দেখুন ভিডিও