কলকাতা: নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশনে বিদ্যুতের কাজ, শেড তৈরি ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য রবিবার থেকে বুধবার অবধি বাতিল ৯টি ট্রেন (Cancel Train)। সেই সঙ্গে ট্রেনের যাত্রাপথ আরও ছোট করে তোলার কথা হয়েছে। বেশকিছু ট্রেন চলবে অন্য রুটে। ফলে যাত্রা শেষ করতে নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লাগতে পারে। সবমিলিয়ে আগামী কয়েকদিন সমস্যায় পড়তে হবে যাত্রীদের, জানাল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিবর্তন হয়েছে একাধিক ট্রেনের সময়সূচিতে। বাতিলের তালিকায় রয়েছে, এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার, এনজেপি-বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ট্রেন। আংশিক বাতিলের তালিকায় রয়েছে শতাব্দী এক্সপ্রেস। এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, “এনজেপি স্টেশনের রক্ষণাবেক্ষণের জন্য কিছু কাজ করা হচ্ছে। সেই কারণে কিছু ট্রেন বাতিল, কয়েকটি ট্রেনের সময়সূচির পরিবর্তন এবং কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: মোদির মেট্রো উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী
বাতিল হওয়া ট্রেন
55749 এনজেপি–হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭-২০ অগাস্ট)
55752 হলদিবাড়ি–এনজেপি প্যাসেঞ্জার (১৭-২০ অগাস্ট)
15709/15710 এনজেপি–মালদা টাউন–এনজেপি এক্সপ্রেস (১৭-২০ অগাস্ট)
15703/15704 এনজেপি–বঙ্গাইগাঁও–এনজেপি এক্সপ্রেস (১৭-২০ অগাস্ট)
75721 শিলিগুড়ি জংশন–হলদিবাড়ি DEMU (১৯ অগাস্ট)
75722 হলদিবাড়ি–শিলিগুড়ি জংশন DEMU (২০ অগাস্ট)
55750 হলদিবাড়ি–এনজেপি প্যাসেঞ্জার
15778 আলিপুরদুয়ার জংশন–এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস
ঘুরপথে চলবে যেসব ট্রেন
12041 হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (১৯ অগাস্ট → কিষাণগঞ্জ থেকে ছাড়বে)
12042 নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস (২০ অগাস্ট → কিষাণগঞ্জ থেকে ছাড়বে)
52541/52540 এনজেপি–দার্জিলিং টয়ট্রেন (১৯ অগাস্ট → শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে ও ফের শিলিগুড়ি জংশনেই শেষ হবে)
দেখুন আরও খবর: