ওয়েব ডেস্ক: ‘সার্কাস’ থেকে পথ চলা শুরু হয়েছিল, এখনও অনেক পথচলা বাকি। দীর্ঘ ৩৫ বছরের কেরিয়ার, হিন্দি ছবির বাদশা তিনি শাহরুখ খান (Shah rukh khan)। দিল্লি থেকে মায়ানগরী মুম্বইতে এসে নিজেকে বলিউডের কিং খান করে তোলার সফর মোটেও মশৃণ ছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষা, টাকা না পেয়ে কাজ করা থেকে অপমান, তাঁর লড়াইয়ের তালিকা থেকে বাদ থাকেনি কিছুই। সহ্য করেছেন সবটা। কিন্তু শাহরুখ করে দেখিয়েছেন। লড়াইয়ের ময়দায়ে কখনও হার মানেনি। তিনি ‘বাজিগর’। তাই তো ভাগ্যও তাঁর সাদ দিয়েছে। এতদিন অধরা ছিল জাতীয় পুরস্কার। এবার সেই সম্মানে ভূষিত শাহরুখ খান (Shah rukh khan Win Best Action 71th Nation Film Award)। সুপারহিট ‘জওয়ান’ ছবির জন্য কিং খান পেলেন সেরা অভিনেতার পুরস্কার।
দীর্ঘ কেরিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। কখনও রোম্যান্টিক ‘রাজ’ হয়ে বলেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়।’ আবার কখনও ভিলেন হয়ে বাজিগর-আনজাম-ডর্- একের পর এক হিট ছবি দিয়েছেন সিনেইন্ডাস্ট্রিকে। ৫০ পেড়িয়ে তাঁকেই শুনতে হয়নি এবার অবসর নেওয়া উচিত’। ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। আর কামব্যাক করেন একেবারে বাদশার মতোই। ২০২৩-এ একের পর এক ঝড় তোলে ছবি। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’। নয়া শাহরুখকে দেখে চমকে গেলেন দর্শক। আর ‘জওয়ানে’র হাত ধরেই এবার এল জাতীয় পুরস্কার। ২০২৩ সালে এই ছবি বক্স অফিসে ১০০০কোটির বেশি ব্যবসা করেছিল। দেশের নানান স্তরের সমস্যা নিয়ে তৈরি এই গল্পে মোট ৭ লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ।
৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (71th Nation Film Award) সেরা অভিনেতার সম্মান পেলেন শাহরুখ খান। একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে নিয়ে শাহরুখ খান বলেছিলেন, তিনি কখনও জাতীয় পুরস্কার পাননি। অন্যান্য পুরস্কার ও মানুষের ভালবাসাই তাঁর কাছে বড় প্রাপ্তী। ১ অগাস্ট ২০২৫, শাহরুখ খানের নাম উঠে এল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকায়। যেন পূর্ণ হল শাহরুখের কেরিয়ারের ষোলো আনা।