মুম্বই: আজ কত তারিখ বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন পয়লা নভেম্বর। আর আগালিকাল ২ নভেম্বর। ৫৮ বছর বয়সে পা দেবেন বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। গত দু’বছর জন্মদিনে (Birthday) তেমন কিছুই করেননি বাদশা। তবে নিয়ম করে মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দর্শন দিয়েছেন। তবে, এবছরটা শাহরুখের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বছরের শুরুতে মুক্তি পায় শাহরুখের ‘পাঠান।। তারপর মাঝামাঝি এসে মুক্তি পায় ‘জওয়ান’। দুটি ছবি দুর্দান্ত পারফর্ম করেছে বক্স অফিসে। আর সেই সাফল্যের উদযাপন করতেই কিং খানের জন্মদিনে এবার হতে চলেছে জমকালো পার্টি। তবে, মন্নত নয়, এবার কিং খানের জন্মদিনের পার্টি হচ্ছে মুম্বইয়ের নীতা ও মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে।
বলিউড সূত্রে খবর, জন্মদিনের পার্টিতে যাতে গোটা বলিউড উপস্থিত থাকতে পারে, সেকথা মাথায় রেখে এই আয়োজন করা হয়েছে। করণ জোহর,দীপিকা পাড়ুকোন, অ্যাটলি, নয়নতারা, সলমন খান, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, আলিয়া ভাট সহ বলিউডের প্রায় কমবেশি সকলেই থাকবেন বাদশার জন্মদিনের পার্টিতে। তবে পার্টিতে যাতে কেউ কোনও উপহার না আনেন, সে বিষয়ে কড়া নির্দেশিকা থাকবে।
আরও পড়ুন: কেমন মহিলা পছন্দ করেন কার্তিক আরিয়ান?
অন্যদিকে,চার দিন ধরে শাহরুখের জন্মদিন পালন করতে চলেছে অভিনেতার সবথেকে বড় ফ্যান ক্লাব এসআরকে (SRK) ইউনিভার্স। এই দিনটি যাতে উৎসবে পরিণত করা যায়, সেই তোড়জোড়ই শুরু করেছে তারা। জানা যাচ্ছে, এসআরকে (SRK) ইউনিভার্সের তরফে এক উপজাতীর গ্রামীণ স্কুলের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। ফ্যান ক্লাবটি ১ নভেম্বর মারাঠা মন্দিরে ডিডিএলজি (DDLJ) দেখানোর আয়োজন করেছে। এবং বিকেলে বস্তিতে এবং সুবিধাবঞ্চিত পরিবারের জন্য রেশন বিতরণ করবে। এছাড়াও ২ নভেম্বরের সকালে একটা বিশাল পার্টির পরিকল্পনা করেছে তারা। পাশাপাশি, ১ এবং ২ নভেম্বর বান্দ্রায় শাহরুখের মন্নতের বাড়ির বাইরে জড়ো হওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
দেখুন আরও অন্য খবর: