কলকাতা: অভিনেতা-অভিনেত্রীদের লাভ লাইফ নিয়ে কৌতুহলের শেষ নেই। বহু দিন ধরে বি-টাউনে জল্পনা ছলছে শ্রদ্ধা কপুর (Shraddha Kapoor) কি প্রেম করছেন। কিন্তু এক আলোচনা সভায় এই প্রশ্ন শুনেই চটে গেলেন শ্রদ্ধা। রাহুল মোদির সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনেছেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে চলছে নানা চর্চা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে তাঁর ডেটিং সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই রেগে লাল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
আরও পড়ুন: বাংলা ছবির জন্য মিলছে না হল, চিন্তায় ঘুম উড়েছে প্রযোজক, পরিচালকদের
সঞ্চালক বলেন, ‘আমি কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কোন নায়িকার সঙ্গে ডেটিং করতে চান। এবং চারটি অপশনের মধ্যে আপনার নামও ছিল। শ্রদ্ধা যে একথায় ভীষণই বিরক্ত। প্রশ্নে রীতিমতো রেগে যান শ্রদ্ধা। অভিনেত্রী পাল্টা প্রশ্ন রাখেন, এই আলোচনা সভার জন্য সঠিক প্রশ্ন এটি? ফের সেই সঞ্চালক একই প্রশ্ন করেন। শ্রদ্ধা তখন বলেন, “কার্তিক যা বলার বলেছে। আপনি নিশ্চিত, এই প্রশ্ন এই আলোচনা সভার জন্য ঠিক?
অন্য খবর দেখুন