কলকাতা: কবি সুভাষ মেট্রোর (Kavi Subhash Metro) পিলারের সংস্কারের কাজের জন্য ৯ মাস বন্ধ থাকবে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলা করছে। যাত্রীদের মেট্রো ধরার জন্য শহিদ ক্ষুদিরাম স্টেশনে আসতে হচ্ছে। মেট্রো সমস্যার কারণে চরমে পৌঁছেছে যাত্রীদের ভোগান্তি। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধায় এবার শাটল বাস সার্ভিস দেবে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। কবি সুভাষ মেট্রো বন্ধ হওয়ায় যাত্রী ভোগান্তি কমাতে এবার বড় উদ্যোগ নেওয়া হল রাজ্যের তরফে। সোমবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হল শাটল বাস পরিষেবা (Shuttle Bus Service)।
কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার। সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত শাটল বাস চালানো হবে। আর বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শাটল বাসের পরিষেবা দেবে রাজ্য সরকার। ৩৫ আসনের ছোট বাসের ভাড়া হবে ১০ টাকা। প্রতি ২০ মিনিট অন্তর ছাড়বে বাস, আপাতত মোট ৩টি বাস দিয়ে এই পরিষেবা দেওয়া হবে। পরিবহন দফতর জানাচ্ছে, যতদিন না কবি সুভাষ মেট্রোর কাজ শেষ হয়ে ফের পরিষেবা চালু হচ্ছে, তত দিন পর্যন্ত এই বাস পরিষেবা অব্যাহত থাকবে। প্রতিটি বাসে ৩২ আসন থাকছে। ভাড়া নির্ধারিত হয়েছে ১০ টাকা। যাত্রীদের আশা, এই পরিষেবা যাত্রাপথে কিছুটা হলেও স্বস্তি দেবে। তবে রাজ্য সরকারের তরফে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে দ্রুত কবি সুভাষ মেট্রো সংস্কারের কাজ শেষ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: জন্মের শংসাপত্র নিয়ে কড়া রাজ্য, নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের
কবি সুভাষ পর্যন্ত না গিয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ঘোরানোর তোড়জোড় শুরু করল কর্তৃপক্ষ। সূত্রের খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো ঘোরানোর জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, সেটা আগে তৈরি করা হবে। তার ফলে শহিদ ক্ষুদিরামে পরিষেবা শেষ হওয়ার পরে খালি রেক নিয়ে আরও দু’কিলোমিটার গিয়ে কবি সুভাষ থেকে মেট্রো ঘোরাতে হবে না। যতদিন কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো ঘোরানো হবে, ততদিন সেখানে সংস্কারের কাজে বিলম্ব হবে। কারণ মেট্রোর সিগন্যাল ও টেলিকম ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহের মতো বিষয় সচল রাখতেই হবে। এমনিতে একাধিক পিলারে সংস্কারের জন্য প্রায় ন’মাস কলকাতা মেট্রোর ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ থাকবে।
অন্য খবর দেখুন