ওয়েব ডেস্ক: সাতদিন টানা বন্ধ থাকার পর অবশেষে খুলল শিলিগুড়ি-সিকিম লাইফলাইন (Silliguri Sikkim lifeline) ১০ নম্বর জাতীয় সড়ক (10 no National Highway)। যার ফলে স্বস্তিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের বাসিন্দারা। উত্তরবঙ্গে (Northbengal) টানা বৃষ্টির জেরে ধস নামে পাহাড়ি রাস্তায়। রাস্তার একটা অংশ ভেঙে তিস্তার (Teesta River) গর্ভে চলে গিয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা মেরামত হয়েছে। তবে ধীরগতিতে, সব দিক নজর রেখে চালকদের ফের গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যের কথা মাথায় রেখেই এই রাস্তা চালু করতে তৎপর হয় প্রশাসন।
দীর্ঘদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছিল। দার্জিলিং, কালিম্পং থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। জাতীয় সড়কের একটা দিক বন্ধ করে যান চলাচল চলতে থাকে। যার ফলে সমস্য়ায় পড়েন সিকিম, কালিম্পং-র বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় রাস্তা তৈরির কাজ। এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল, জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। তবে, রাস্তা চালু হলেও পুরোপুরি স্বস্তি এখনও ফেরেনি বলেই মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন: হাওড়ায় গভীর ঝিলে তলিয়ে মৃত্যু নাবালকের
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ওই রাস্তা দিয়ে অতি সতর্কভাবে চলাচল করতে হবে। উপর থেকে বড় পাথর গড়িয়ে পড়ার আশঙ্কাও থাকছে।
দেখুন খবর: