বীরভূম: বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় (Sainthia) বিজয়া দশমীর (Bijoya Dashami) দিন ছিল উৎসবের আবহ। স্থানীয় দীপশিখা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল মহিলাদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। লাল সিঁদুরে রাঙিয়ে একে অপরকে শুভেচ্ছা জানালেন এলাকার মহিলারা।
আরও পড়ুন: বিজয়ার সকাল থেকেই নদীয়ায় চলছে মায়ের বরণ পর্ব
শুধু তাই নয়, ঢাকের তালে তালে নাচের মাধ্যমে আনন্দে মাতলেন সকলে। আশপাশের বিভিন্ন এলাকার মহিলারাও এই খেলায় যোগ দিতে এসে একতার আবহ তৈরি করেন। রঙ, ঢাকের শব্দ আর আনন্দের মেলবন্ধনে মহালয়ার বিদায় মুহূর্ত যেন আরও বিশেষ হয়ে উঠল সাঁইথিয়ার এই পুজো মণ্ডপে।
দেখুন আরও খবর: