ওয়েব ডেস্ক: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) স্মৃতিতে রাখি পূর্ণিমার (Raksha Bandhan 2025) দিন আবেগঘন বার্তা শেয়ার করলেন তাঁর বোন শ্বেতা সিং কীর্তি। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ধরা পড়েছে পরিবারের সঙ্গে সুশান্তের হাসি-আনন্দের মুহূর্ত। ভিডিওটির ক্যাপশনে শ্বেতা লেখেন, “তোমাকে হারানোর ব্যথা এতটাই গভীর যে শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। এই বেদনা আমার অন্তরে নীরবে বাস করে।”
সুশান্ত সিং রাজপুত, কাই পো চে!, এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ, ছিছোড়ে এবং দিল বেচারা-র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন, মাত্র ৩৪ বছর বয়সে ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বাসভবনে মৃত অবস্থায় উদ্ধার হন। মৃত্যু নিয়ে দীর্ঘ তদন্ত চলে, তবে সিবিআই ২০২৫ সালের মার্চ মাসে জানায়, এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।
আরও পড়ুন: সেন্সের বোর্ডের বাধা,আইনি জট কাটিয়ে মুক্তি পেয়েছে ‘উদয়পুর ফাইলস’
সাম্প্রতিক বছরগুলোতে তাঁর প্রাক্তন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা বারবার স্মরণ করেছেন এই প্রতিভাবান অভিনেতাকে। পরিচালক অভিষেক কাপুর লিখেছেন, “তুমি সবসময়ই আমার সবচেয়ে বড় অনুরাগী থাকবে, ভাই।” সহঅভিনেত্রী সঞ্জনা সাঙঘি দিল বেচারা মুক্তির পাঁচ বছর পূর্তিতে জানিয়েছেন, “মিস ইউ, সুশ…”। অভিনেতা শত্রুঘ্ন সিনহা বলেছেন, “সুশান্তের ক্ষতি জাতীয় ট্র্যাজেডি।”
শুধু অভিনয় নয়, বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে তাঁর আগ্রহ, এবং সামাজিক মূল্যবোধে আপসহীন অবস্থান তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। একবার ত্বক ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন প্রচারের জন্য ১৫ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। পাঁচ বছর কেটে গেলেও সুশান্তের অনুপস্থিতি ভক্তদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করে রেখেছে।
দেখুন আরও খবর: