ওয়েব ডেস্ক: বক্সঅফিসে (Boxoffice) চুটিয়ে ব্যবসা করেছে ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par)। মুক্তির প্রথম দিনে এই ছবি বক্সঅফিসের ঝুলি ভরাতে না পারলেও, সময় গড়াইতেই সাফল্যের শীর্ষে পৌঁছেছে আমিরের এই নতুন ছবি। মিস্টার পারফেক্সানিস্টের দুর্দান্ত অভিনয়ের ম্যাজিকে ছবির বাজেট ছাপিয়ে দ্বিগুণ আয় হয়েছে। কিন্তু ছবি মুক্তির আগেই একটি স্পষ্ট ঘোষণা শোনা গিয়েছিল অভিনেতার মুখে। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform Release) এই ছবি মুক্তি পাবে না বলে দর্শকদের মন ভেঙেছিলেন অভিনেতা। যদিও তাঁর কারণ হিসেবে যথাযথ ব্যাখাও দিয়েছিলেন তিনি। তবে দর্শকদের মুখে খানিক হাসি ফোটাতে তিনি জানিয়েছিলেন তাঁর প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে (Youtube Channel) ছবিটি দেখতে পাবেন দর্শকরা। ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ছবিটি। এবার সেই মুক্তির দিনক্ষণও এল প্রকাশ্যে।
গতকাল মঙ্গলবার আমির মুম্বইতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী মাসের প্রথম দিন থেকে দর্শকরা ইউটিউবে মুক্তি পাবে ছবিটি। ১ আগস্ট থেকে মাত্র ১০০ টাকা খরচে ছবিটি ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনেও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। ছবির সাবটাইটেল কয়েকটি গুরুত্বপূর্ণ ভাষায় ডাব করা হয়েছে।
আরও পড়ুন: একুশেই মা হলেন ছোটপর্দার নায়িকা অহনা দত্ত
অভিনেতা আরও জানান, “গত ১৫ বছর ধরে আমি লড়ে চলেছি যে কীভাবে দর্শকদের কাছে পৌঁছনো যায়। বিশেষত সেইসমস্ত দর্শকদের কাছে যাদের এলাকায় কোনও সিনেমাহল নেই বা অতিরিক্ত টিকিট মূল্যের কারণে হলে গিয়ে ছবি দেখতে পারেন না। অবশেষে সেই সময় এসেছে। বেশিরভাগ ডিভাইসে ইউটিউব থাকার আমরা অবশেষে দেশের বহু দর্শকদের কাছে পৌঁছতে পারছি।”
তিনি জানিয়েছেন, তাঁর স্বপ্ন হল সিনেমা যেন সকলের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছনো যায়। তাঁর ইচ্ছা মানুষ যেন যখন খুশি যেখানে খুশি সিনেমা দেখার সুবিধা পান। উল্লেখ্য, ২০শে জুন বড়পর্দায় মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) নতুন ছবি ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par)। আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিটি গোটা বিশ্বে ২৬৭ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, ভারতে ১৬৪ কোটির উপরে লক্ষ্মী লাভ হয়েছে এই ছবির। হাসি কান্নায় মোড়া ছবিতে আমিরের অভিনয় ভালই মন জয় করেছে দর্শকদের (Audience)। ছবিতে জেনেলিয়া ডি’সুজার অভিনয়ও মনে ধরেছে অনুরাগীদের। এমনকি যে সকল তরুণ অভিনেতার অভিষেক ঘটেছিল এই ছবির মাধ্যমে তাঁদের অভিনয়ও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
দেখুন অন্য খবর