ওয়েব ডেস্ক: কানোয়ার (Kanwariya) যাত্রায় পর পর দুর্ঘটনা। এবার দুর্ঘটনাস্থল ঝাড়খণ্ড (Jharkhand Tragedy)। ঝাড়খণ্ডের দেওঘরের জামুনিয়ায় পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। মৃত ৬ পুণ্যার্থী (Kanwariya Pilgrims Killed)। গুরুতর জখম ২০ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, জামুনিয়ার মোহনপুর ব্লকে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে সদর হাসপাতালে।
জানা গিয়েছে, বাসটিতে থাকা যাত্রীরা উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন এবং তারা বাবাধাম তথা বৈদ্যনাথধাম মন্দিরে গঙ্গাজল অর্পণ করতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই বহু যাত্রী আহত হন এবং কয়েকজন বাসের ভিতর আটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে কয়েকজনকে দেওগড় সদর হাসপাতালে এবং বাকিদের দেওঘর AIIMS‑এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: শেষ হয়নি অপারেশন সিঁদুর! সংসদে জানালেন রাজনাথ
ঘটনাটি নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথমে ১৮ জন নিহত হওয়ার কথা বললেও, পুলিশ তা নাকচ করে বলে বর্তমানে মৃতের সংখ্যা ৬। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ঘটনার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন শোকপ্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
শ্রাবণ মাসে বাবাধাম যাত্রা উপলক্ষে প্রতি বছর লাখো ভক্ত দেওগড় আসেন। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নানা ব্যবস্থা গ্রহণ করে থাকে, তবে এবারের দুর্ঘটনা সেই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
দেখুন আরও খবর: