চলতি বছরে সূর্যগ্রহণ (Solar eclipse) হতে চলেছে সেপ্টেম্বর মাসে। এর আগে মার্চ মাসে প্রথম সূর্যগ্রহণটি হয়েছিল। বেশ কয়েকটি রাশির (Zodiac Sign) উপর এর সরাসরি প্রভাব পড়তে চলেছে। তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশে দেখা যাবে। এবছর ২১ সেপ্টেম্বর এই সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণটি কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে। তাই, এর প্রধান প্রভাব বিশেষ করে কন্যা রাশির জাতকদের উপর পড়বে। এর পাশাপাশি, মিথুন, মীন এবং ধনু রাশির জাতকদেরও সতর্ক থাকতে হবে। জীবনে সংযম রাখতে হবে।
মিথুন: সূর্যগ্রহণের প্রভাব পড়বে এই রাশির জাতক- জাতিকাদের উপর। বিশেষ করে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পারিবারিক সম্পর্কের দিকে সংবেদনশীল হওয়া প্রয়োজন। অপ্রয়োজনীয় বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকুন।
আরও পড়ুন- শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, শিবের কৃপায় কেমন যাবে আপনার দিন?
কন্যা: কন্যা রাশির জাতকদের জন্য পরিস্থিতি একটু কঠিন হতে পারে। মানসিক চাপ বাড়বে। জীবনে অবসাদ আসতে পারে। তবে ধীর, স্থীরতার সঙ্গে কাজ করতে হবে। এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকাই ভালো। গুরুজনদের পরামর্শ মেনে চলুন জীবনে।
ধনু: ধনু রাশির জাতকদের জীবনে আইনি জটিলতা ভোগাতে পারে। যার প্রভাব পড়তে পারে সম্পর্কে। দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বিশেষ করে ঊর্ধবতন কারুর কাছ থেকে চাপ বাড়তে পারে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
মীন: মীন রাশির জাতকদের কেরিয়ার এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যয় করার সঠিক চিন্তাভাবনা করুন। কোনও বিষয়ে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব কাঁধে চাপবে। শারীরিক সমস্যা ভোগাতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।