কলকাতা: আজ মহাষষ্ঠী। শুক্রবার সকালে দেবীর বোধন মণ্ডপে মণ্ডপে। মহালয়া থেকে পুজো (Durga Puja 2023) শুরু হয়ে গেলেও এদিন বোধনের পরই মৃণ্ময়ী মা চিন্ময়ী হয়ে উঠলেন মণ্ডপে মণ্ডপে। তৃতীয়া, চতুর্থী থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে দর্শনার্থীদের। দেখে বোধার উপায় নেই অষ্টমী না চতুর্থী, পঞ্চমী। ষষ্ঠীর দিন সকাল থেকে ভিড় বাড়ছে কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলিতে। এই ভিড়ের জন্যই শ্রীভূমি (Sreebhumi) স্পোর্টিংয়ের লাইট অ্যান্ড সাউন্ড পঞ্চমী থেকেই স্থগিত করা হল। ভিআইপি রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে বিধাননগর পুলিশের তরফে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরে শ্রীভূমিতে ভিড়ের জেরে যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য এবার আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখা নির্দেশ দিয়েছেন। মহালয়ার রাতে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে শ্রীভূমির মণ্ডপ। সবার জন্য মণ্ডপ খুলে দিতেই জনতার ঢল নামে। শনি ও রবিবার ভিআইপি রোড ও ইএম বাইপাসে তীব্র যানজট হয়। ভিড়ের মধ্যে যান চলাচল সচল রাখতে চাইছে শ্রীভূমির পুজো উদ্যোক্তারাও।
আরও পড়ুন: বেলুড় মঠের পূজা নির্ঘণ্ট জানেন?
পুজোর উদ্যোক্তারাও জানিয়েছেন, রাস্তায় লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য ভিড় বাড়ছিল। তাই বৃহস্পতিবার থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। যশোর রোড থেকে ভিআইপি রোডমুখী গাড়িগুলিকে বাঙুর দিয়ে বার করছে পুলিশ। বাগুইআটি উড়ালপুলের নীচে কাটআউট খোলা হয়েছে। কিন্তু এরপর শ্রীভূমি ও দমদম পার্কের একাধিক পুজোর জন্য ভিআইপি রোডে যানজটের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কমিশনারেট। শ্রীভূমির ভিড় নিয়ন্ত্রণে গোলাঘাটার কাছে বিকল্প রাস্তা তৈরি থাকছে।
আরও অন্য খবর দেখুন