কলকাতা: ‘ডাইনি নাম চেয়ার থেকে’ অশালীন ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি সিপিআইএমের তারকা প্রচারক। আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পরেও তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক। নবান্ন অভিযানকে ঘিরে শনিবার কলকাতা ছিল উত্তাল। সুষ্ঠু তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিমুখে কালীঘাট অভিযান কর্মসূচিতে অংশ নেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বিক্ষোভ সমাবেশে শ্রীলেখা বলেছেন, মানুষ যেদিন সাহস করে বলতে পারবে ডাইনি নাম চেয়ার থেকে, টেনে হিড়হিড় করে নামাতে হবে আমাদের। শ্রীলেখার ভাষণের মাঝেই বিক্ষোভকারীরা ডাইনি ডাইনি বলতে থাকেন। মু়খ্যমন্ত্রীর নামে চোখা চোথা মন্তব্য শুরু হয়ে যায়। শ্রীলেখা মিত্র যেভাবে মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার বার্তা দিয়েছেন তাতে টলিউড যেমন সরগরম তেমনই শোরগোল রাজনৈতিক মহল। শাসকদল তৃণমূল চুপ! জানা যাচ্ছে, তৃণমূল নেতৃত্ব চুপ থাকার নীতি নিয়েছেন।
আরও পড়ুন: সুকান্তকে ‘জয় বাংলা’ স্লোগান,এসি লোকালের উদ্বোধনে সংঘাত তৃণমূল-বিজেপির
নবান্ন অভিযানে আহত হন আরজি করের নির্যাতিতার বাবা মা । সেই প্রসঙ্গ তুলে অভিনেত্রী শ্রীলেখা বলেন, “অভিনেত্রী শ্রীলেখা বলেন, “বাবা মায়ের কাছে একমাত্র সন্তান মারা গেলে বাবা-মা বেঁচে থাকেন না ৷ তাঁরাও কার্যত মরে যান। নির্যাতিতার মায়ের হাতের শাঁখা ভাঙল, মাথা ফাটল এটা কোনও বিষয় নয়। তাঁরাই মরেই বেঁচে রয়েছেন ।”রাজ্যের আইনশৃঙ্খলার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই রাজ্যে ক্রিমিনাল রা ধর্ষণ করে খুন করে পার পেয়ে যায় । কিছুটি হয় না । কাঁচকলা হয় । এক্ষুনি ধর্ষকদের চারতলা থেকে বাড়ি হয় । গলায় সোনার চেন মোটা হয় ।”ন্যায়বিচার পেতে গেলে মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বলেই অভিনেত্রী দাবি করেছেন । তিনি বলেন,”এই যে এত চিৎকার করছেন বিচার ছিনিয়ে নেব ! কেন আমরা গেলাম না কালীঘাট অবধি ? পশ্চিমবঙ্গ কি কারও বাপের সম্পত্তি নাকি ? কেন চুপ করে আছি আমরা আজও ? শুধু সভা-মিটিং-মিছিল করে কিছু হবে না ! আর কতদিনে সভা সমাবেশ করে আমরা কাটাব ?”
দেখুন ভিডিও