ওয়েব ডেস্ক : চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবির থেকে ছিটকে গেলেন আরও এক তারকা ক্রিকেটার। পন্থ, অর্শদীপ, আকাশ দীপের পর এবার চোট পেলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সূত্রের, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলা এই সিরিজ আর খেলতে পারবেন না তিনি। তবে এখনও ভারতীয় দলের (Team India) তরফে এখনও কোনও কিছু বলা হয়নি।
সূত্রের খবর, জিম করতে গিয়ে চোট পেয়েছেন নীতীশ (Nitish Kumar Reddy)। স্ক্যান করা হলে দেখা যায়, লিগা মেন্টে চোট পেয়েছেন তিনি। এর ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আর কোনও ম্যাচ খেলতে পারবেন না তিনি। এর আগে চলতি সিরিজে দুটি ম্যাচ খেলেছিলেন নীতীশ। এর পর চতুর্থ টেস্টের জন্য ম্যাঞ্চেস্টারে পৌঁছেছিলেন তিনি। তবে তাঁকে অনুশীলন করতে দেখা যায়নি তাঁকে। ম্যাঞ্চেস্টারে দলের ফটোশুটের সময়ও সেখানে উপস্থিত ছিলেন না তিনি।
আরও খবর : এবার চোট আকাশ দীপের! পেস বিভাগ নিয়ে দুশ্চিন্তা
মূলত, ভারতীয় দলের হয়ে শেষের দিকে নামতেন নীতীশ। ফলে কিছুটা হলেও শেষের দিকে তার উপর ভরসা ছিল দলের। কিন্তু চোট পাওয়ার কারণে সেই জায়গাটা কিছুটা নড়বড়ে হয়ে গেল। নীতীশ অলরাউন্ডার হিসাবে সাত বা আট নম্বরে নামতেন। ফলে এখন তিনি না খেললে, তার জায়গায় দলে জায়গা পেতে পারেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)।
২০২৪ সালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পার্থে টেস্টে অভিষেক করেন নীতীশ। ভারতের হয়ে মোট সাতটি টেস্ট (Test)ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন ১৩টি ইনিংস। রান করেছেন ৩৪৩ । তাঁর ব্যাটিংয়ের গড় ২৮.৫৮। এর মধ্যে একটি সেঞ্চুরিও করেছেন তিনি। ফলে তাঁর চোট পাওয়া ভারতীয় দলের কাছে একটি বড় ধাক্কা বলে মনে করছে ক্রিকেট মহল। অন্যদিকে দলে এখন শার্দূল ঠাকুরের সঙ্গে রয়েছেন প্রসিধ কৃষ্ণা ও অংশুল কম্বোজ। প্রথম দুই টেস্টে তেমন পারফর্ম করতে পারেননি প্রসিধ ও শার্দূল। ফলে অংশুলও দলে সুযোগ পেতে পারেন। পাশাপাশি নীতীশের জায়গায় দলে জায়গা পেতে পারেন কুলদীপ যাদবও। তবে কাকে নীতীশের জায়গায় সুযোগ দেওয়া হবে, এখন সেটাই দেখার বিষয়।
দেখুন অন্য খবর :