তারকেশ্বর: হুগলির তারকেশ্বর পৌরসভার এলাকায় কুকুরের কামড়ে কমপক্ষে ৪০ জনের মতো আহত। বর্তমানে তাঁরা সকলেই তারকেশ্বর গ্রামীন হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতালে ও কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, তারকেশ্বরের বালিগড়ি ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, দশমীর বিকেল থেকেই মানুষ দেখলে দিগ্বিদিক শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়ছে পাগল কুকুর। যাকে সামনে পাচ্ছে, তার শরীরেই বসাচ্ছে নখ, দাঁত। সামলাতে গেলে তেজ বাড়ছে আরও। রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়ানো সেই কুকুরের কামড়ে আক্রান্ত হলেন একের পর এক বাসিন্দা। ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: কার্নিভালে মেট্রো পরিষেবা ক’টা পর্যন্ত জানুন
এদিকে এই ঘটনার জেরে ছুটি থাকা সত্বেও একাধিক চিকিৎসককে তড়িঘড়ি হাসপাতালে আসতে হয়। বাতিল হয়ে যায় তাঁদের ছুটি। হাসপাতাল সূত্রের খবর, পাগল কুকুরের আক্রমনের হাত থেকে রেহাই পায়নি শিশু,মহিলা ও বয়স্করা।
অন্য খবর দেখুন: