কলকাতা: রাজ্যে জন্ম শংসাপত্র (Govt New Rules Of Birth Certificate) জারি নিয়ে একাধিক অভিযোগ ওঠার পর কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন (Swastha Bhawan)। পঞ্চায়েত স্তরে জাল জন্ম শংসাপত্র তৈরির ঘটনা সামনে আসার পরই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এখন থেকে পঞ্চায়েত প্রধান একা আর জন্ম শংসাপত্র দিতে পারবেন না। অনুমোদন লাগবে ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (BMOH)-এর।
স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, যেসব পরিবার নবজাতকের জন্ম শংসাপত্রের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রস্তরে যাচাই করবেন সংশ্লিষ্ট এলাকার আশা (ASHA) কর্মীরা। তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সন্তানের পরিচয় ও বসবাস সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন এবং একটি প্রতিবেদন তৈরি করে তা পাঠাবেন BMOH-এর কাছে। সেই রিপোর্ট যাচাই করে তবেই অনুমোদন দেবেন ব্লক মেডিক্যাল অফিসার।
আরও পড়ুন: ঘুর্নাবর্তের খেলা শুরু! ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা?
গোটা প্রক্রিয়া এখন রাজ্য সরকারের জন্ম-মৃত্যু নিবন্ধন পোর্টালের (Janma-Mrityu Portal) মাধ্যমে করা যাবে। এই অনলাইন পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা রক্ষা করা হবে এবং জাল নথি জমা দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
মূল নির্দেশিকাগুলি:
* জন্ম শংসাপত্রে একমাত্র পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর যথেষ্ট নয়।
* বাধ্যতামূলক ASHA কর্মীর যাচাই।
* অনলাইনে জমা পড়া রিপোর্ট BMOH যাচাই না করলে শংসাপত্র মিলবে না।
* শুধুমাত্র সরকারি পোর্টাল মারফতই আবেদন গ্রহণযোগ্য।
এই নতুন পদক্ষেপের ফলে স্বজনপোষণ, জালিয়াতি ও বেআইনি পদ্ধতিতে জন্ম শংসাপত্র পাওয়ার পথ কার্যত বন্ধ হবে বলেই মত বিশেষজ্ঞদের।
দেখুন আরও খবর: