ওয়েবডেস্ক- জোরালো ভূমিকম্প (Strong Earthquake) রাশিয়ায় (Russia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিক ৮.৮। কম্পনের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র কামচাতকা পেনিনসুলা (Kamchatka Peninsula) । ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে কম্পন অনুভূত হয় আমেরিকা (America), জাপান (Japan)-সহ একাধিক দেশে। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ (Huge tsunami wave) দেখা গিয়েছে। যার উচ্চতা প্রায় ১৩ ফুট। সুনামির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে সাধারণ মানুষকের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
কামচাতকা ভূমিকম্পের পরে রুশ মন্ত্রী লেবেদেব উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সুনামি সতর্কতা (America Tsunami warning issued Machine) যন্ত্রের রিপোর্ট বলছে আগামী ৩ ঘণ্টার মধ্যে বিরাট সুনামি আঘাত আনবে রাশিয়ায়। এই কম্পনের ফলে উত্তর-পশ্চিমের হাওয়াই দ্বীপপুঞ্জ ও রাশিয়ার উপকূলে ঢেউয়ের উচ্চতা ১০ ফুটের উপরে উঠতে পারে। এছাড়াও ৩ ফুটের উপর সুনামির ঢেউ আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স, চুক, কোসরে, মার্সাল দ্বীপপুঞ্জে। উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানেও জারি হয়েছে সুনামির সতর্কতা।
আরও পড়ুন-
এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) লেখেন, ‘প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুনামির সতর্কতা জারি হয়েছে আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য দয়া করে https://tsunami.gov দেখুন। শক্ত থাকুন এবং নিরাপদ থাকুন!’
দেখুন আরও খবর-