ওয়েব ডেস্ক : পড়া পারেনি চতুর্থ শ্রেণির ছাত্রী (Student)। সেই কারণে তাকে ছাতা দিয়ে মারধরের অভিযোগ উঠল দুই শিক্ষিকার বিরুদ্ধে। এর জেরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। এই ঘটনায় ছাত্রীর পরিবারের তরফে মামলা করা হয়েছে মানিকতলা (Maniktala) থানায়। তবে পুলিশ ঠিক মতো তদন্ত করছে না বলে অভিযোগ করা হয়েছে ছাত্রীর পরিবারের তরফে।
জানা গিয়েছে, ওই নাবালিকা মানিকতলার (Maniktala) বাণীপিঠ স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রী। সূত্রের খবর, সে পড়া না বলতে পারায় তাকে বকাবকির করেন এক শিক্ষিকা। এর পরেই তাকে ছাতা দিয়ে হাঁটুতে মারা হয় বলে অভিযোগ। ঘটনায় ওই ছাত্রীর কানেও আঘাত লাগে বলে খবর। এর পরেই বাড়ি ফিসে সে অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও খবর : নিউটাউনের গেস্ট হাউসে গৃহবধূ খুন, কারণ স্বীকার করল স্বামী
পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। জ্বরে ভুগতে শুরু করে সে। এমনকি শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত ছিল বলে পরিবারের অভিযোগ। ঘটনার কথা প্রথমে না জানালেও, পরে মাকে সব জানায় নাবালিকা। এর পরে সে আর স্কুলেও যেতে চাইছিল না। সে খুব ভয়ে রয়েছে বলে জানানো হয়েছে পরিবারের তরফে। জানা গিয়েছে, ঘটনার পর দুই শিক্ষিকাকে ৭ দিনের জন্য স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে।
মারধরের ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। তবে পুলিশ (Police) ঠিক মতো তদন্ত করছে না বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এমনকি অভিযুক্ত দুই শিক্ষিকার বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। এই ঘটনার পর অনেকে বলছেন, কী করে এত অমানবিক হতে পারলেন শিক্ষিকারা?
দেখুন অন্য খবর :