Sunday, August 3, 2025
HomeScrollগরমের ছুটি সোমবার থেকে, বিজ্ঞপ্তি দিল স্কুলশিক্ষা দফতর
Summer Vacation

গরমের ছুটি সোমবার থেকে, বিজ্ঞপ্তি দিল স্কুলশিক্ষা দফতর

বেসরকারি স্কুলগুলি যাতেও ছুটি দেয় তার জন্য সরকারের তরফে অনুরোধ করা হয়েছে

Follow Us :

কলকাতা: আগামী ৬ মে-র পরিবর্তে ২২ এপ্রিল থেকে স্কুলে ছুটি (Summer Vacation) দেওয়া হবে বলে মৌখিকভাবে জানা গিয়েছিল। এবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের স্কুলশিক্ষা দফতর জানিয়ে দিল, ছুটি ২২ এপ্রিল থেকে। তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলি যাতেও ছুটি দেয় তার জন্য সরকারের তরফে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, এই ছুটির জন্য স্কুল খুললে পরবর্তীতে শিক্ষকদের বাড়তি ক্লাস নিতে হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর গরমের কথা মাথায় রেখে আগেই গরমের ছুটির দিন এগিয়ে এনেছিল রাজ্য। সাধারণত মে মাসে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু বর্তমান দাবদাহ পরিস্থিতি শিক্ষা দফতরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পড়ুয়াদের স্বস্তি দিতেই আবারও একবার গরমের ছুটির দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ছুটি কমানো হবে কি না সে বিষয়ে শিক্ষা দফতর সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাত পোহালেই উত্তরবঙ্গে তিন কেন্দ্রে নির্বাচন, প্রস্তুতি তুঙ্গে

উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৯ মে। তা শেষ হত ২০ মে। কয়েক বছর ধরে তাপপ্রবাহের কারণে ওই ছুটি বারবার এগিয়ে আনা হয়েছে। এবার ছুটির সময় ৬ মে থেকে ২ জুন ধার্য করা হয়েছিল।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39