মহাকাশে থেকেই বড়দিনের আনন্দে মাতলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। মহাকাশ থেকেই বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন নাসা মহাকাশচারী। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তিনি সকল কে ক্রিসমাসের (Christmas 2024) শুভেচ্ছা জানিয়েছেন। সুনীতা এদিন বার্তা পাঠিয়েছেন পৃথিবীবাসীর উদ্দেশ্যে।
নিজের বার্তায় সুনীতা জানিয়েছেন, “সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা। সকল প্রিয়জনের সঙ্গে বড়দিনের আনন্দে মেতে উঠুন।” তবে তিনি নিজেও মহাকাশের বুকে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন তার সহকর্মীর সঙ্গে। আর সেই ছবি তিনি শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে।
আরও পড়ুন : ইউনুস সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে বিএনপি! হুঁশিয়ারি মহাসচিবের
সুনীতার ছবিতে যা দেখা যাচ্ছে মহাকাশে তিনি এমনভাবে বড়দিন তিনি পালন করছেন যেখানে তাঁকে দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি মহাকাশে ভেসে রয়েছেন। হাসিখুশি মুখে ছবিতে ধরা দিয়েছেন সুনিতা। আগামী বছর হয়তো পৃথিবীতে ফিরবেন তিনি। এই সময়ে তিনি মহাকাশে যুক্ত ছিলেন নানান ধরণের শিক্ষামূলক কাজের সঙ্গে। সেখান থেকে তিনি ভিডিও কলের মাধ্যমে তিনি সকলের সঙ্গে কথা বলেন।
তবে নেটিজেনরা কিন্তু সুনীতাকে নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন। সুনীতা যেভাবে মহাকাশে নিজের দিন কাটিয়ে চলেছেন তাতে তিনি কবে আবার পৃথিবী তে ফিরবেন তা নিয়ে কবে উত্তর দেবে নাসা? সত্যি বলতে সকলেই তাকিয়ে রয়েছেন সেদিকে।
দেখুন আরও খবর :