Monday, September 15, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরকিভাই লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন দেব

রকিভাই লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন দেব

কলকাতা: রাজনীতির ময়দান থেকে শুরু করে বড় পর্দা– দেব (Dev) যেন অনবদ্য।টলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক দেব। অভিনেতার পেশিবহুল চেহারা তরুণীদের মনে ঝড় তোলে। এবার অভিনেতা রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিলেন।দু’দশকে সিনেজগতে দেবের বিবর্তন নজরে পড়ার মতো।

ছকভেঙে যেভাবে একের পর এক চরিত্রে ধরা দিচ্ছেন, তা প্রত্যক্ষ করার মতো।দু’দশকে সিনেজগতে দেবের বিবর্তন নজরে পড়ার মতো। ছকভেঙে যেভাবে একের পর এক চরিত্রে ধরা দিচ্ছেন।

পুজোয় পর্দায় রঘু ডাকাত হয়ে ধরা দেবেন দেব।রবীনহুড ডাকাতের দুঃসাহসিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার জন্য চরম পরিশ্রম করেছেন দেব। এবার স্যোশাল মিডিয়ায় হ্যান্ডসাম হাঙ্ক হয়ে ধরা দিলেন।

কখনও ক্লিনসেভ লুকে আবার কখনও বা একমুখ দাড়ি নিয়ে ঘায়েল নিয়ে ধরা দিয়েছেন অভিনেতা ।নতুন ফটোশুটে ‘ড্যাপার’ লুকে বাজিমাত দেব। রীতিমত তরুণীদের মনে ঝড় তুললেন অভিনেতা।

আরও পড়ুন: কপিলের শোয়ের সাফল্য আমার জন্য, মন্তব্য সিধুর

অন্য খবর দেখুন

Read More

Latest News