সিএএ নিয়ে উত্তাল হতে দেখা যায় পশ্চিমবঙ্গকে। আর এবার সেই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসরণে ১৯৭৯ সালে পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানও হল সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই বিষয়ে অবশেষে মিলল সুপ্রিম রায়।
এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে পূর্ব পাকিস্তান থেকে আগত হিন্দু আবেদনকারীর নাগরিকত্বের আবেদন মঞ্জুর করতে গিয়ে বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ উল্লেখ করেন ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ধারা ২(১)(খ) এর।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিমদের সিএএ অনুসরণে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্য। ধারা ২(১)(খ)তে বলা হয়েছে, হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি অথবা খ্রীষ্টান সম্প্রদায়ের যারা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছেন, কোন উপযুক্ত নথিপত্র ছাড়া, তারা অনুপ্রবেশকারী নন।
১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান থেকে ১৬ বছর বয়সে বাবার হাত ধরে আবেদনকারী ভারতে। পশ্চিমবঙ্গ সরকারের চাকরির স্বার্থে পিতার অভিবাসন শংসাপত্রের ভিত্তিতে তার নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার আবেদন। সেই মত তাকে নো অবজেকশন শংসাপত্র প্রদান। তার ভিত্তিতে ১৯৮৫ সালে সরকারি চাকরিতে যোগদান। কিন্তু পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তার বিরুদ্ধে যায়। সেই সূত্রে চাকরি বাতিল হলে তিনি আদালতের দ্বারস্থ।
আদালত এই রায়ে আরও জানিয়েছে, ভারতীয় নাগরিকত্ব আইনের 5(1)(খ) ধারা অনুযায়ীও আবেদনকারীর ভারতীয় নাগরিকত্ব প্রাপ্য। যেখানে বলা হয়েছে, অবিভক্ত ভারতের বাইরের যে কোন দেশের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এদেশের নাগরিকত্ব পেতে পারেন।