নয়াদিল্লি: ২৬ হাজার চাকরি বাতিলের (SSC Job Cancellation Verdict) রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। খারিজ রাজ্য এবং এসএসসির রিভিউ পিটিশনও। এই সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না। সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট, যে দুর্নীতি হয়েছে। এর ফলে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ই বহাল রইল। ফলে, পরীক্ষা দেওয়া ছাড়া আপাতত আর কোনও উপায় রইল না চাকরিহারাদের কাছে।
নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত ৩ এপ্রিল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে এরপরই ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারাদের একাংশ-সহ বিভিন্ন পক্ষ। ৫ অগাস্ট সেই শুনানি শেষ হয়। বিচারপতিদের চেম্বারেই চলে শুনানি। দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিলেন, আদালতে শুনানির দরকার নেই। তারা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল।
আরও পড়ুন: রাজ্যপাল দীর্ঘদিন ধরে বিল আটকে রাখলে সমাধান সূত্র কী? প্রশ্ন সুপ্রিম কোর্টের
মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০১৬ সালের এসএসসি নিয়োগ পরীক্ষার আসল ওএমআর শিট পাওয়া যাচ্ছে না। বাগ কমিটি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে রিপোর্ট দিয়েছে, তাতে স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। সেই পরিস্থিতিতে আদালতে শুনানির প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, যাবতীয় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে। শিক্ষকদের অন্যতম ‘মুখ’ চিন্ময় মণ্ডল বলেন, ‘আমরা প্রচণ্ড হতাশ। চোরেরা আজ হাততালি দিচ্ছে। জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থা। আমাদের জীবন নিয়ে খেলল সরকার। এসএসসিকে অবিলম্বে যোগ্য প্রার্থীদের জন্য পদক্ষেপ করতে হবে। একইসুরে রাজ্য সরকার এবং এসএসসির সমালোচনা করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘এসএসসি ২০১ সালের রিভিউ পিটিশন বাতিল হয়ে গেল! নিরাপরাধ শিক্ষক-শিক্ষাকর্মীরা প্রকৃত বিচার পেল না!
অন্য খবর দেখুন