নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ৭৭টি সম্প্রদায়ের ওবিসি-OBC (অন্যান্য অনগ্রসর শ্রেণি) স্বীকৃতি নিয়ে চলমান আইনি লড়াইয়ের চূড়ান্ত রূপ নিতে চলেছে সোমবার। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের দাখিল করা মামলার শুনানি আজ শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট (Supreme Court) এই সংরক্ষণ ধর্মের ভিত্তিতে হয়েছে কি না, সেই প্রশ্নকে সামনে রেখে পর্যবেক্ষণ দিচ্ছে।
এদিনের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachur) নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, “ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বৈধ নয়। সংরক্ষণ দেওয়া যাবে শুধুমাত্র সামাজিক ও অর্থনৈতিক পশ্চাদপদতার ভিত্তিতে।”
আরও পড়ুন: দুর্নীতি ও বঞ্চনার অভিযোগে নবান্ন অভিযান
প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ২০১০ ও ২০১২ সালের বিজ্ঞপ্তি বাতিল করে দেয়, যেখানে ৭৭টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ওবিসি হিসেবে ঘোষণা করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং সংবিধান বিরোধী। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন, “এই তালিকা তৈরির সময় ধর্ম নয়, বরং সামাজিক-অর্থনৈতিক সূচক বিবেচনায় নেওয়া হয়েছিল। সংরক্ষণ দেওয়ার সময় কোনো সম্প্রদায়ের নাম দেখে নয়, তাদের আর্থসামাজিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”
রাজ্য সরকার আদালতের কাছে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চায়, কারণ এর ফলে হাজার হাজার চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের সুযোগ পাওয়া মানুষ সমস্যায় পড়ছেন।
সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এদিন শুধু অন্তর্বর্তী পর্যায়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, তা দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ শুনানি ও চূড়ান্ত রায় হবে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি, ২০২৬। আদালত আরও স্পষ্ট করেছে, ইতিমধ্যে যারা এই ওবিসি তালিকার ভিত্তিতে চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনই নেওয়া হবে না। এই মামলার রায় শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের সংরক্ষণ নীতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা।
দেখুন আরও খবর:
Supreme Court to hear OBC list cancellation case today kolkatatv online national news
OBC, Supreme Court, Calcutta High Court, কলকাতা হাইকোর্ট, ওবিসি, সুপ্রিম কোর্ট