ওয়েব ডেস্ক : বেঙ্গালুরু (Bengaluru) থেকে গ্রেফতার করা হল এক সন্দেহভাজন জঙ্গিকে। তার নাম সামা পারভিন (৩০)। বুধবার তাকে গ্রেফতার করে গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের (ATS) । সূত্রের খবর, এই জঙ্গি যুক্ত রয়েছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়দার সঙ্গে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে খবর।
সম্প্রতি, গুজরাতের (Gujrat) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রমেশভাই সাংভি এই গ্রেফতারির খবর জানিয়েছেন। এটিএস সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলা পাকিস্তানের একাধিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ। অভিযুক্তের মোবাইল থেকে সেই সংক্রান্ত তথ্যও উদ্ধার হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল এটিএস। জানা যাচ্ছে, অভিযুক্ত ওই মহিলা ঝাড়খন্ডের বাসিন্দা। বেঙ্গালুরুতে তিনি গত তিন বছর ধরে ভাড়া নিয়ে থাকছিলেন। অভিযুক্ত নিয়মিত সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখত বলে তদন্তে জানতে পেরেছে এটিএস।
আরও খবর : মোদি বনাম ভগবত দ্বন্দ্ব! পিছিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা
এর আগে আল কায়দার সঙ্গে যুক্ত চার জনকে গ্রেফতার করেছিল এটিএস (ATS)। অভিযুক্তদের নাম হল মহম্মদ ফইক, মহম্মদ ফরদিন, সইফুল্লা কুরেশি ও জেশান আলি। তাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের এটিএস। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা সমাজমাধ্যমে অপপ্রচার করে নেটিজেনদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাত। এক্ষেত্রে তারা ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করত বলে অভিযোগ। অভিযুক্তদের কাছ থেকে নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের বিভিন্ন বইও উদ্ধার হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাদেরকে বুধবারই আদালতে তোলার কথা।
উল্লেখ্য, শুধু বাইরে নয়, দেশের ভিতরেও ছড়িয়ে রয়েছে সন্ত্রাসের জাল। এর আগে অনেককে গ্রেফতার করেছেন দেশের গোয়েন্দারা। তবে এবার গুজরাত থেকে বেশ কয়েকদিনে পাঁচজন জঙ্গিকে গ্রেফতার করল জঙ্গিরা। পাশপাশি আরও সন্দেহজনক জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে এটিএস।
দেখুন আরও খবর :